ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কনসার্টে সাবিনা ও আইয়ুব বাচ্চু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কনসার্টে সাবিনা ও আইয়ুব বাচ্চু সাবিনা ইয়াসমিন ও আইয়ুব বাচ্চু (ছবি: সংগৃহীত ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম)

সুবিধাবঞ্চিতদের শিশুদের জন্য তহবিল সংগ্রহের কনসার্টে অংশ নিতে যাচ্ছেন বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও এলআরবি ব্যান্ডের সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। আগামী ৩ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ আয়োজন শুরু হবে।

কনসার্টে সাবিনা ইয়াসমিন ও আইয়ুব বাচ্চু ছাড়াও অংশ নেবেন অভিনেত্রী ববিতা, সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, হায়দার হোসেন, বেনুকা ইনস্টিটিউট অব আর্টস, ইউনিভার্সিটি অব ভ্যান্ডারবিল্টের বক্তা লরা চৌধুরী ও দশ সদস্যের বাদ্যযন্ত্র শিল্পী।  

ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের (ডিসিআই) এ আয়োজনে সহযোগিতা করছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড (আইপিডিসি)।

দুঃস্থ শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিসিআই। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টির লক্ষ্যে দৃঢ়প্রতিজ্ঞ সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।