ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মহাকবি মধুসূদন স্মরণে…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
মহাকবি মধুসূদন স্মরণে… মাইকেল মধুসূদন দত্ত স্মরণে অনুষ্ঠান করবে দখিন দুয়ার

‘মহাকবি মাইকেল মধুসূদন দত্ত শ্রদ্ধাঞ্জলি’-এর আয়োজন করেছেন দখির দুয়ার নামে একটি সংগঠন। ১৯২তম জন্মবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজনে স্মরণ করা হবে কবিকে। 

সংগঠনটির আহবায়ক আবদুস সবুর খান চৌধুরী জানান, বুধবার (২৫ জানুয়ারী)সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানট ভবনে রমেশচন্দ্র দত্ত মিলনায়তনে কবিতা আবৃত্তি, সংগীতসহ নানা আয়োজন। অনুষ্ঠানে সমবেত কণ্ঠে পরিবেশিত হবে ‘রেখো মা দাসেরে মনে’ গানটি, জীবনী পাঠ করবেন আবদুস সবুর খান চৌধুরী, কবিতা আবৃত্তি করবেন সুবর্ণা আরেফিন ও পুলক রাহা, মধুসূধনের ‘বঙ্গভাষা’ কবিতা পর্যালচনা  করবেন ড. রতন সিদ্দিকী, ‘মেঘনাদবধ কাব্য’ থেকে আবৃত্তি করবেন কাজী চপল’, সংগীত পরিবেশনায় কাজী শিলা, মুসা কলিম, সুকুমার দাস, ‘বুড় শালিকের ঘাড়ে রোঁ’ নাট্যপাঠ করবেন আবদুস সবুর খান চৌধুরী, কাজী শিলা, হাসান তারেক, সুমন ঘোষ, থাকছে ‘সতত হে নদ তুমি পড় মোর মনে’ কবিতার আবৃত্তি ও ‘নাচিছে শিখি সুখে’ গানের সঙ্গে মুক্তা ঠাকুরের নৃত্য।

 

মাইকেল মধুসূদন দত্ত অবিভক্ত বাংলার যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে অবস্থিত সাগরদাঁড়ি  গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। মধুসূদনের পিতা ছিলেন মহামতি রাজ নারায়ন দত্ত ও মাতা জাহ্নবী দেবী। তিনি ছিলেন পিতামাতার বড় সন্তান।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।