বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জনপ্রিয় গায়ক ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন, ‘প্রায় তিন বছর ধরে নুরুল হুদার সঙ্গে আমার যোগাযোগ নেই।
ফেরদৌস ওয়াহিদ জানান, মো. নুরুল হুদার সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়। লাকী আখন্দের মাধ্যমে তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। লাকীর সুরারোপিত বেশ কিছু গান লিখেছিলেন হুদা। এর মধ্যে ফেরদৌস ওয়াহিদের গাওয়া ‘মামনিয়া’, ‘আগে যদি জানিতাম’ ও ‘সব আগুন যায় নিভানো’ গানগুলো অন্যতম।
মো. নুরুল হুদা দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস করছিলেন। তার স্ত্রী ও সন্তানেরাও সেখানে আছেন। চাঁদপুরে জন্মগ্রহণকারী হুদা পেশাজীবনে সরকারি কর্মকর্তা ছিলেন। এছাড়া তিনি চাঁদপুরের একটি আসন থেকে একাধিকবার এমপিও নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসও