ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শিশু চলচ্চিত্র উৎসবে তৃতীয় দিনের আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
শিশু চলচ্চিত্র উৎসবে তৃতীয় দিনের আয়োজন ‘নেলি’স অ্যাডভেঞ্চার’ চলচ্চিত্রের দৃশ্য (ছবি: সংগৃহীত)

‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ১০ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। সারাদেশের মোট ১১টি ভেন্যুতে ৫৪টি দেশের দুই শতাধিক শিশুতোষ ছবি দেখানো হচ্ছে। সব আয়োজন অভিভাবকসহ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত। পূর্ণ্যদৈর্ঘ্য ছাড়াও ছোটদের বানানো বেশ কিছু স্বল্পদৈর্ঘ্যের ছবি দেখানো হবে বৃহস্পতিবারের (২৬ জানুয়ারি) আয়োজনে।

প্রথম দু’ দিনের মতো তৃতীয় দিনও সকাল ১১টা থেকে শুরু হয় প্রদর্শনী।

শওকত ওসমান মিলনায়তন, কেন্ত্রীয় গণগ্রন্থাগার  

দুপুর ২টা 

‘অল অ্যাবাউট পিপল’ (পূর্ণদৈর্ঘ্য, আমেরিকা), ‘এন এলিফ্যান্ট অন দ্য মুন’ (ফ্রান্স), ‘এসেন’ (স্পেন), ‘বয়কোপতেরো’ (ব্রাজিল), ‘মিসিং’ (বাংলাদেশ) ও ‘টেকিং কেয়ার অব জোনাস’ (ফ্রান্স)।

 

বিকেল ৪টা

‘নেলিস অ্যাডভেঞ্চার’ (পূর্ণদৈর্ঘ্য, জার্মানি), ‘জাস্ট দিস ওয়ান’ (ইরান), ‘পেগাসাস উইদাউট উইংস’ (বাংলাদেশ) ও ‘শর্ট দি স্পট’ (ভারত)।  

সন্ধ্যা ৬টা 

‘রেসিং এক্সটিনশন’ (পূর্ণদৈর্ঘ্য, আমেরিকা),  ‘এমিলি’ (জার্মান) ও ‘ওল্ড ফ্রেন্ড’ (ইরাক)।  

সুফিয়া কামাল অডিটোরিয়াম
দুপর ১টা ৩০ মিনিট
‘ডাউট’, ‘ড্রপআউট’, ‘ইয়ারফোন’, ‘ফ্রেন্ড’, ‘ইনার প্যারালেলিজম’, ‘কারিগর কারাগার’, ‘সত্তা’, ‘দি লাস্ট ডিসিশন’, ‘দি পাপেট শো’, ‘অভিশাপ’, ‘হ্যাপি ওয়ার্ল্ড’, ‘ইনফিনিটি টাইম’, ‘রিদমস অব রিদমস’ ছবিগুলো।

বিকেল ৪টা 
‘এ লেটার টু গড’, ‘এ ননসেন্স ড্রিম’, ‘ডিজিটাল কোয়েশ্চেন’, ‘ফ্লপ-দি সিলিন্ডার’, ‘হিস্টোরি অব প্রেজেন্ট ইলনেস’, ‘ইন সার্চ অব দি মিসিং ওয়ার্ডস’, ‘খুন্নাস’, ‘মৃত্যু’, ‘নীরব’, ‘পুতুল নাচ’, ‘সে নো টু করাপশন’ ও ‘দি পিকচার’।  

বাংলাদেশ শিল্পকলা একাডেমি
দুপুর ২টা
‘আগ্রিনই’, ‘হাস্তি’, ‘ক্লাজর’, ‘লেসে’, ‘স্ন্যাকটাইম’, ‘স্প্রিং ইন অটাম’, ‘দি বার্ডি’, ‘দি ফ্লাইং লেটার’, ‘দি হান্টার অফ জায়ান্টস ট্রি’, ‘ট্রাক’ ও ‘ওয়াক’।

বিকেল ৪টা
‘এসেন’, ‘এমিলি’, ‘ওড স্কোয়াড’ (পূর্ণ্যদৈর্ঘ্য) ‘টু বি উইংড’।  

আলিয়াঁস ফ্রঁসেজ, ধানমন্ডি
দুপুর ২টা
‘এ স্পেস ইন টাইম’, ‘এন এলিফ্যান্ট অন দ্য মুন’, ‘ব্রাদার ফর এ ডে’, ‘সাইকেল’, ‘পলকা ডট’, ‘দি বার্ডি’, ‘দি হান্টার অফ জায়ান্টস ট্রি’, ‘টু ওয়ার্ডস’, ‘আন্ডারকনস্ট্রাকশন’, ‘ওয়াক’।

বিকেল ৪টা
ভারতের পূর্ণদৈর্ঘ্য ছবি ‘বো বো’ ও ‘ভুখ’।  

সন্ধ্যা ৬টা 
জার্মানির পূর্ণদৈর্ঘ্য ছবি ‘এট আই লেভেল’ ও চেক রিপাবলিকের ‘লেসে’।  

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
দুপুর ২টা
‘এমিলি’, ‘লাইফ গোল’, ‘রেসিং এক্সটিকশন’ (পূর্ণদৈর্ঘ্য), ‘স্ন্যাক টাইম’, ‘দি এভিল গার্লফ্রেন্ড’, ‘হোয়াইট ডেইজি’।  

গ্যেটে ইনস্টিটিউট, ধানমন্ডি
দুপুর ২টা
‘হেইডি অ্যাট দি ফলে আর্টিস্ট’, ‘অফলাইন-আর ইউ রেডি ফর দ্য নেক্সট লেভেল?’ (পূর্ণদৈর্ঘ্য), ‘দি ক্যাট অ্যান্ড দি আর্টিস্ট’।  

বিকেল ৪টা
‘ও এ’ এবং ‘রেসিং এক্সটিনশন’ (পূর্ণ্যদৈর্ঘ্য)।

চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) শুরু হয়েছে শিশু চলচ্চিত্র উৎসব। ৩০ জানুয়ারি পর্যন্ত ঢাকার পাশাপাশি রাজশাহী ও রংপুর এবং আগামী ৩ ও ৬ মার্চ এ আয়োজন অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।