ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দর্শকের গল্প নিয়ে ‘বন্ধু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
দর্শকের গল্প নিয়ে ‘বন্ধু’ ‘বন্ধু’র দৃশ্যে আজমেরী আশা ও মিশু সাব্বির

ভালোবাসা দিবসকে সামনে রেখে সাধারণ দর্শকের পাঠানো গল্প নিয়ে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রাণ ফ্রুটো। এ আয়োজনের নাম ‘প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস ২’।

এর মধ্যে একটির নাম ‘বন্ধু’। বন্ধুত্ব গড়ে ওঠা এক তরুণ-তরুণীর না বলা ভালোবাসার কথা দেখা যাবে এতে।

এ দুটি চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির ও আজমেরী আশা। এর চিত্রায়ন ঢাকার বিভিন্ন স্থানে।

স্বল্পদৈর্ঘ্য ছবিটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অব্যক্ত ভালোবাসা বিষয়বস্তু নিয়ে ‘ডায়েরি’ (ইরেশ যাকের, পিয়া বিপাশা) নামের আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছেন তিনি। আরটিভিতে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রচার হবে পাঁচ মিনিট ব্যাপ্তির ছবি দুটি।

বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।