ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সিনেমা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
সিনেমা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

বিনোদনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম চলচ্চিত্র। এই অঙ্গনের সাংবাদিকদের নিয়ে এবার একটি সংগঠন আত্মপ্রকাশ করলো। জাতীয় দৈনিক, পাক্ষিক, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের চলচ্চিত্র সাংবাদিকদরা মিলে গঠন করেছেন বাংলাদেশ সিনেমা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিসিজেএ)। 

‘চলচ্চিত্রের জয়গান, তারুণ্যের হাত ধরেই’-এই স্লোগান নিয়ে সংগঠনটির জন্ম। সম্প্রতি শফিক আল মামুনকে সভাপতি, কামরুজ্জামান মিলুকে সহ-সভাপতি, মাজহার বাবুকে সাধারণ সম্পাদক এবং কামরুল ইসলাম রিফাতকে যুগ্ম সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির আহ্বায়ক নাসিরউদ্দিন দিলু, বিশেষ উপদেষ্টা হিসেবে রয়েছেন মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন। উপদেষ্টা পরিষদে আরও রয়েছেন মঈনুল হক রোজ  ও এম এস রানা। সংগঠন ও বাণিজ্য পরামর্শক হিসেবে নির্বাচিত হয়েছেন ইসহাক ফারুকী।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক  গৌতম পান্ডে, সহ-সাংগঠনিক সম্পাদক মাকসুদুল হক ইমু, আন্তর্জাতিক সম্পাদক জনি হক, সহ-আন্তর্জাতিক সম্পাদক নাজমুল আলম রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ জামান শিমুল, যুগ্ম প্রচার-প্রকাশনা সম্পাদক নাহিয়ান ইমন, অর্থ সম্পাদক রাহাত সাইফুল, দপ্তর সম্পাদক এ এইচ মুরাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রতিক আকবর, সরকারি ও বেসরকারি বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, ক্রীড়া সম্পাদক রিমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাকিব শুভ,  নিউ মিডিয়া সম্পাদক এমদাদুল হক মিল্টন, লিগেসি মিডিয়া সম্পাদক রাজন হাসান, নারী বিষয়ক সম্পাদক ফাহমিদা তাপসী, আইন বিষয়ক সম্পাদক তানজিল আহমেদ জনি ।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।