ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবারের ‘পরিবর্তন’ কেমন?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এবারের ‘পরিবর্তন’ কেমন? ‘পরিবর্তন’-এ গান শোনাবেন আঁখি আলমগীর (ছবি: সংগৃহীত)

নাচ-গান-রম্যনাটকের সম্ভার নিয়ে তৈরি হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানে ‘পরিবর্তন’-এর নতুন পর্ব।

‘পরিবর্তন’-এর উপস্থাপক আনজাম মাসুদ জানান, চারটি গান,  একটি নাচ, দর্শক প্রতিযোগিতা পর্ব, সমাজের নানা অসংগতি ত্রুটি বিচ্যুতি নিয়ে রচিত বেশ কিছু নাট্যাংশ দিয়ে সাজানো হয়েছে এবারের পর্ব।

জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর প্রথমবার গেয়েছেন আরেফিন রুমির সুর ও সংগীতে।

 গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। একই সুরকারে অন্য গানটি গেয়েছেন তানভীর তারেক।

প্রতুল মুখোপাধ্যায়ের লেখা, সুর করা ও গাওয়া জনপ্রিয় ‘আমি বাংলায় গান গাই’ গেয়েছেন উপস্থাপক খন্দকার ইসমাইল। শ্রোতাপ্রিয়  লালন সংগীত ‘মিলন হবে কত দিনে’ নিয়ে থাকছে চাতক ব্যান্ডের পরিবেশনা।

এদিকে সাদাকালো যুগের তিনটি বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় গানের অংশবিশেষের সঙ্গে ইভান শাহরিয়ার সোহাগের পরিচালনায় নৃত্য পরিবেশন করবেন মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী মিম চৌধুরী, আসাদ ও ২০ জন সহশিল্পী।

মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিন দর্শক নিয়ে দর্শক প্রতিযোগিতা পর্ব সাজানো হয়েছে। মুকাভিনয়শিল্পী নিথর মাহবুবের পরিবেশনায় থাকছে সচেতনতার কথা। হজম আলী, শালা-দুলাভাই, মামা-ভাগ্নে, মদন ভোলা, পরিবর্তন পাঠশালা ইত্যাদি নিয়মিত পর্বের পাশাপাশি সমাজের সমসাময়িক ঘটনাবলি ও নানা অসংগতি আর ত্রুটিবিচ্যুতি নিয়ে রচিত ব্যঙ্গ ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশ দর্শককে আন্দোলিত করবে।

খন্দকার ইসমাইল ও আনজাম মাসুদ (ছবি: সংগৃহীত)এসব নাট্যাংশে অভিনয় করেছেন দিলু খান, মামুনুল হক টুটু, আফরোজা হাসান, শিরিন বকুল, আশরাফ কবির, মিঠু, তমাল মাহবুব, হায়দার আলী, আজাদ, মনা সিদ্দিক হৃদয়, উত্তম, আকবর হোসেন, ফারুক মল্লিক, মামুন, নয়ন, শিউলী শিলা, শ্যামলী, রাখি, সরোয়ার, আতিক, পারুল, বিনয় ভদ্র প্রমুখ নিয়মিত শিল্পীবৃন্দ।

শাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত এই বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচার হবে মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ১০টার ইংরেজি সংবাদের পর ।  

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।