ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মাহি খাদেমের মেয়ে, মুরিদ সাইমন 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
মাহি খাদেমের মেয়ে, মুরিদ সাইমন  সাইমন ও মাহি (ছবি: সংগৃহীত)

মাজারের খাদেমের মেয়ে জান্নাত। পোশাক-পরিচ্ছদ, চলাফেরায় শালীনতা থাকা চাই। লম্বা চুলে বেনী করা, তার ওপর ওড়না। অন্যদিকে সেই খাদেমেরই নতুন মুরিদ ইফতেখার নামের এক তরুণ।

পৃথিবীতে তার কেউ নেই। ওর মুখভর্তি দাঁড়ি দেখে, আচার-অাচরণে খুশি হন খাদেম (আলীরাজ)।

এরপর তাকে নিজের বাড়িতে ঠাঁই দেন তিনি, ততক্ষণে ঘটনাও মোড় নেয় অন্যদিকে।  

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত-দ্য ডেস্টিনেশন’ ছবিতে জান্নাত ও ইফতেখার চরিত্রে মাহি আর সাইমনকে নতুনরূপে দেখতে পাবেন দর্শক। ১ ফেব্রুয়ারি থেকে ছবিটির দৃশ্যধারণে অংশ নিচ্ছেন জনপ্রিয় এই জুটি। মানিকগঞ্জের হরিরামপুরে হজরত আফাজউদ্দিন শাহ মাজারে এর দৃশ্যধারণ চলছে। আগামী ২০দিন ওখানেই থাকবে ‘জান্নাত’ টিম।  

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সাইমন বাংলানিউজকে বলেন, ‘ছবিটি তৈরি করছেন আমার পছন্দের পরিচালক। আমার সহশিল্পীও পছন্দের। গল্পটি বেশ সময়োপযোগী। ছবিটিতে আমরা ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি। ’

‘জান্নাত-দ্য ডেস্টিনেশন’ ছবির মহরত (ছবি: সংগৃহীত)এদিকে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দেশজুড়ে মুক্তি পাচ্ছে সাইমনের ‘মায়াবিনী’। তিনি এতে তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করেছেন। সাইমন বলেন, ‘আমার চরিত্রের ভিন্নতার কারণে এ ছবিটি অনেকের ভালো লাগবে। ব্যস্ত নায়ক হিসেবে এ ধরনের ছবিতে অভিনয়ে রাজি হওয়া একধরনের চ্যালেঞ্জ। আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। ’

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।