ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিনোদন বিভাগের প্রধান সোমেশ্বর অলি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
বিনোদন বিভাগের প্রধান সোমেশ্বর অলি সোমেশ্বর অলি

ঢাকা: সোমেশ্বর অলিকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলানিউজের বিনোদন বিভাগের। মাঝে একটি বিরতি নিয়ে বছর দুয়েক ধরেই এই বিভাগে কাজ করছেন অলি। এবার থেকে বিভাগীয় প্রধান হয়ে টিম পরিচালনা করবেন।

‘বিনোদন সাংবাদিকতার জয় হোক’- দায়িত্ব পেয়ে অলি এই কথাই বলেছেন তার ফেসবুক পোস্টে। যে বিষয়ে কাজ করছেন তা চেতনায় ধারণ করছেন বলেই এমন উচ্চারণ তার।

সাংবাদিকতায় অভিজ্ঞতা বছর দশেকের। তার মধ্যে বিনোদন সাংবাদিকতা করছেন ছয় বছর। এই জগতের পুরাতন-নতুন শিল্পী, কলা-কুশলী অনেকের সঙ্গেই কাজের সুবাদে চেনা পরিচয় যেমন আছে, রিপোর্টিং ক্যারিয়ারে সুনামও অর্জন করেছেন।

সোমেশ্বর অলি কবিতা লেখেন, গান লেখেন। গীতিকার হিসেবেও কিছুটা সুনাম অর্জন করেছেন। তার লেখা ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো...’ বেশ জনপ্রিয় একটি গান।

বিনোদন জগতের সিনেমা-নাটক-মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে বৃত্তের বাইরে আবহমান বাংলার সংস্কৃতি নিয়েও ওলি কাজ করতে পছন্দ করেন। আর সে কারণেই তিনি জীবনের সেরা কাজ হিসেবে উল্লেখ করেন সদ্য প্রয়াত বাউল গুরু আব্দুল গফুর হালীর সাক্ষাৎকার গ্রহণের সুযোগকেই।

অলি বলেন, ‘বাংলানিউজের এটাই অন্যদের থেকে আলাদা একটি দিক। এখানে কাজ করার ক্যানভাসটি বেশ বড়। আশাকরি সেই সুযোগটা কাজে লাগাতে পারবো। ’

নতুন এই দায়িত্ব দেওয়ার জন্য বাংলানিউজের এডিটর ইন চিফের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বাংলানিউজের আস্থা অর্জন করতে পেরেছি এটাই গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময় ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।