হৃতিক রোশন (ছবি: সংগৃহীত)
বাঙালির রক্ত বইছে হৃতিক রোশনের শরীরে— এ কথা খুব কম লোকেই জানে। ‘কাবিল’খ্যাত এই তারকার দাদা সুরকার রোশন বিয়ে করেছিলেন বাঙালি কন্যা ইরাকে (হৃতিকের দাদী)। সেই সূত্রে বলিউডের এই সুপারস্টারের বাংলার প্রতি আগ্রহ থাকাটাই স্বাভাবিক।
এ কারণেই কি-না, নিজের ছবিগুলোর প্রচারের কাজে কলকাতা ছুটে যান ডুগ্গু (হৃতিকের ডাকনাম)। এছাড়া সেখানকার খাবারও খুব বেশি পছন্দ তার।
এবার কলকাতার ভবানীপুরে ‘কাবিল’-এর প্র্রচারে গিয়ে বাংলাপ্রীতির কথা জানান দিলেন এই তারকা। বাংলার রসগোল্লা হৃতিকের বেশ প্রিয়।
এ প্রসঙ্গে ৪৩ বছর বয়সী অভিনেতা হৃতিক বলেন, ‘ভবানীপুরের সকলকে ধন্যবাদ। তাই এখান থেকে যাওয়ার আগে পেটপুরে রসগোল্লা খেতে চাই। ’
তিনি আরও বলেন, ‘২০০০ সালে আমি প্রথম কলকাতায় এসেছিলাম। কারণ আমার দীদার ইচ্ছে ছিলো আমি সেখানে (কলকাতা) আমার প্রথম স্টেজ শো করি। তাছাড়া আমিতো জানিই যে, আমার শরীরে বইছে বাঙালির রক্ত। ’
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
বিএসকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।