নাট্যোৎসবের পঞ্চম দিন (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রাঙ্গণেমোর-এর নাটক ‘কনডেমড সেল’ মঞ্চস্থ হবে। এটি লিখেছেন অনন্ত হিরা ও নির্দেশনা দিয়েছেন আউয়াল রেজা।
এতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, জাহিদুল ইসলাম, মাইনুল তাওহীদ, সবুক্তগীন শুভ, শুভেচ্ছা, তুহিন, সুজন, সোহাগ, সুজয় ও প্রকৃতিসহ আরো অনেকে।
এদিকে ৮ ফেব্রুয়ারি থিয়েটার আর্ট ইউনিট মঞ্চস্থ করবে নাটক ‘কোর্ট মার্শাল’। ৯ ফেব্রুয়ারি থাকছে জাহাঙ্গীরনগর থিয়েটারের নাটক ‘ট্রেন টু পাকিস্তান’। ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তাদের পুনর্মিলনী। ১১ ফেব্রুয়ারি ‘মধ্যরাতের কবিতা ও গান’-এর মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এসও