ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অভিনয়শিল্পী সংঘের নির্বাচন

চলছে ভোটের লড়াই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
চলছে ভোটের লড়াই (বাঁ থেকে) শহিদুল আলম সাচ্চু, শহীদুজ্জামান সেলিম ও আনিসুর রহমান মিলন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। টিভি নাটকের অভিনয়শিল্পী সংঘের নির্বাচনকে ঘিরে ঢাকার নাট্যাঙ্গনে এখন উৎসবমুখর। কয়েক ঘণ্টা পরই জানা যাবে ভোটের হিসেব। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ভোটের আনুষ্ঠানিকতা। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
 

এ নির্বাচনে ২১টি পদের জন্য ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৬৬৫ জন।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন নতুন-পুরনো শিল্পীরা।

৭ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবনে অনুষ্ঠিত হয়েছে প্রার্থীদের পরিচিতি অনুষ্ঠান। এখানে নিজেদের প্রতিশ্রুতির কথা শোনান প্রার্থীরা।

নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন সভাপতি পদে শহিদুল আলম সাচ্চু, শহীদুজ্জামান সেলিম, ডিএ তায়েব ও গোলাম মোস্তফা। সহ-সভাপতি পদে আজাদ আবুল কালাম, আদিত্য আলম, ইকবাল বাবু, তারিন জাহান, জাহিদ হোসেন শোভন, তানভীন সুইটি ও রফিকুল্লাহ সেলিম।

সাধারণ সম্পাদক পদে আহসান হাবিব নাসিম, মীর সাব্বির ও সিদ্দিকুর রহমান। যুগ্ন সাধারণ সম্পাদক পদে আনিসুর রহমান মিলন, আশরাফ কবির, কামাল হোসেন বাবর, নূর মোহাম্মদ, রওনক হাসান ও সুমনা সোমা। সাংগঠনিক সম্পাদক পদে লুৎফর রহমান জর্জ ও শহিদ আলমগীর।

এ ছাড়া অর্থ সম্পাদক পদে তানিয়া আহমেদ (বিনা ভোটে নির্বাচিত)। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর ও শাহরিয়ার নাজিম জয়। দফতর সম্পাদক পদে তানভীর মাসুদ ও শামস্ সুমন।

অনুষ্ঠান সম্পাদক পদে এসএম আরমান পারভেজ, বন্যা মির্জা, শহীদুল আলম বাবু ও হাসান জাহাঙ্গীর। আইন ও কল্যাণ সম্পাদক: শামীমা ইসলাম তুষ্টি ও শিরীন বকুল। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ওমর আয়াজ অনি ও আদনান ফারুক হিল্লোল।

এদিকে কার্যনির্বাহী পরিষদের ১০টি পদের জন্য লড়াই করবেন- আহসানুল হক মিনু, ইন্তেখাব দিনার, ওয়াসিম যুবরাজ, জাকিয়া বারী মম, নওশীন, নিকুল কুমার মণ্ডল, মাহমুদ মোস্তফা, আফতাব উদ্দিন খান, নির্জন আজাদ, মুকুল সিরাজ, শেখ মেরাজুল ইসলাম, সনি রহমান, সেলিম মাহবুব, সুজাত শিমুল ও হুমায়ুন কাবেরী।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।