ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্কার্ফ খুলতে বলার অধিকার কারো নেই: লিন্ডসে লোহান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
স্কার্ফ খুলতে বলার অধিকার কারো নেই: লিন্ডসে লোহান লিন্ডসে লোহান (ছবি: সংগৃহীত)

জানুয়ারিতে ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন জীবন শুরু করেছেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। এ কারণে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনায় এসেছে তার নাম। এবার আরও একবার খবরের শিরোনামে এসেছেন লিন্ডসে লোহান।

ক’দিন আগে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মার্কিন এই অভিনেত্রী। সেখান থেকে নিউইয়র্ক ফেরার পথে যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দরে আটকানো হয়েছিলো তাকে।

কারণ স্কার্ফ পরেছিলেন লোহান। ব্রিটিশ টেলিভিশন শো ‘গুড মর্নিং ব্রিটেন’-এ এমনটাই জানিয়েছেন লোহান।

এ প্রসঙ্গে লোহানের ভাষ্য, ‘বিমানবন্দরের কর্মকর্তারা স্কার্ফ পড়া দেখে আমাকে আটকে দেন। পরে তারা পাসপোর্টে আমার নাম দেখে ক্ষমা চান। ’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে তারা আমাকে স্কার্ফ খুলে ফেলতে বলেছিলেন। কিন্তু আমি এর প্রতিবাদ করি। আমি যদি কোনো ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে স্কার্ফ পরি, তাহলে সেটি খুলতে বলার অধিকার কারও নেই। ’  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।