ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এখনও ‘চলিতেছে সার্কাস’ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এখনও ‘চলিতেছে সার্কাস’  ‘চলিতেছে সার্কাস’ নাটকের দৃশ্য

‘এইম ইন লাইফ', ‘পাটিগণিত', ‘পুতুল খেলা', ‘লংমার্চ’, ‘রেড সিগন্যাল’ প্রভৃতি নাটকগুলো পরিচালনা করে আলোচনায় এসেছেন মাসুদ সেজান। এরই ধারাবাহিকতায় নির্মাতার ‘চলিতেছে সার্কাস’ পা রাখলো ২০০তম পর্বে।  

মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করছেন মামুনুর রশীদ, মৌটুসী বিশ্বাস, ডা. এজাজ, শামীমা নাজনীন, আবদুল্লাহ রানা, তাজিন আহমেদ, মিশু সাব্বির, আহসান কবির, শবনম পারভীন, ইকবাল বাবু, উজ্জল মাহমুদ, আল আমিন সবুজ, রোবেনা রেজা জুঁই, সাজ্জাদ রেজা, মুসাফির বাচ্চু, রিফাত চৌধুরী প্রমুখ।

বাংলাভিশনের পর্দায় নাটকটি প্রচার হচ্ছে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ২০০তম পর্বের মাইলফলক ছুঁয়েছে ‘চলিতেছে সার্কাস’।

মাসুদ সেজান (ছবি: সংগৃহীত)মাসুদ সেজান বাংলানিউজকে বলেন, ‘এই অস্থির সময়ে একটি নাটক ২০০তম পর্বে পৌঁছেছে, এ কারণে দর্শকদের ধন্যবাদ জানাই। নাটকটির নিয়মিত দর্শকরা ইতিমধ্যে ধরতে পেরেছেন যে, এর মূল বক্তব্য গতানুগতিক নয়। প্যান্ডেলে মধ্যে চলা ঐতিহ্যবাহী সার্কাস এখন ছড়িয়ে পড়েছে পরিবারে, সমাজে, চারপাশে। সার্কাসের সঙ সেজে, বাঘ হয়ে, গাধা হয়ে আমরা অভিনয় করে চলেছি। নাটকটিতে এ রকমই একটি বিষয়-ভাবনাকে বাস্তব চিত্রে রূপক আকারে তুলে ধরা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।