ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রতিদিনই বইমেলায় যাচ্ছেন শানু!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
প্রতিদিনই বইমেলায় যাচ্ছেন শানু! শানারৈ দেবী শানু, ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘যেখানেই থাকি না কেন, কাজ শেষে বইমেলায় যাচ্ছি। প্রতিদিন মেলায় না গেলে অপূর্ণতা থেকে যায়। আজও থাকবো বইমেলায়’— বলছিলেন অভিনেত্রী শানারৈ দেবী শানু। অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ ‘নীল ফড়িং কাব্য’। 

২০০৫ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন শানু। এরপর অভিনয়-মডেলিং-নৃত্য নিয়ে ব্যস্ত ছিলেন।

বই প্রকাশ প্রসঙ্গে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাংলানিউজকে বললেন, ‘লেখালেখি আমার অন্য একটি ভালো লাগার জায়গা। প্রথম বই প্রকাশের অভিজ্ঞতাও অন্যরকম। এখনতো মনে হচ্ছে, প্রতিবার বইমেলায় একটি করে বই প্রকাশ করবো। কারণ দারুণ উৎসাহ পাচ্ছি আমি। ’  

শানু জানান, অনন্যা প্রকাশনী বের করেছে ‘নীল ফড়িং কাব্য’। এতে থাকছে ৫৮টি কবিতা। শানু জীবনের নানা রূপ ফুটিয়ে তুলেছেন একেকটি কবিতায়।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।