২৮ ফেব্রুয়ারি প্রয়াত কণ্ঠশিল্পী আজম খানের জন্মদিন। এবার বিশেষ এই দিনটি গুরুত্ব পায়নি মিডিয়ায়।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তরা আজম খানকে স্মরণ করছেন নিজেদের মতো করে। ফেসবুকে গীতিকবি শেখ রানা তাকে নিয়ে লিখেছেন, ‘সালেকা মালেকা, হাইকোর্টের মাজারে, আলাল দুলাল, রেললাইনের ধারে বস্তিতে, আসি আসি বলে তুমি আর এলে না...কতো কতো সহজিয়া গান! বাংলা রক গানের আদি ও অকৃত্রিম আদল। …সহজিয়া মানুষটির জন্মদিনে শ্রদ্ধা আর সালাম। তোপধ্বনি দেই গুরু। মাথায় পট্টি বেধে রাস্তায় নামি গুরু। সব কলুষতা, কথা না রাখা, অর্থ-অনর্থের এই কপিরাইট জালে আটকা হাঁসফাঁস, হাঁসফাঁস দুনিয়ায় আমাকে শিষ্য করো গুরু। ’
পপসম্রাট ও মুক্তিযোদ্ধা আজম খান দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়ে ২০১১ সালের ৫ জুন চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৬১ বছর।
* আজম খানের কিছু গান:
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসও