ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘বাহুবলী টু’ সবার আগে দেখবেন রানী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
‘বাহুবলী টু’ সবার আগে দেখবেন রানী ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ এর পোস্টার ও রানী দ্বিতীয় এলিজাবেথ

কাটাপ্পা কেনো বাহুবলীকে হত্যা করেছিলেন এই একটি প্রশ্নের উত্তরের জন্য ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশের দর্শক অপেক্ষা করছে ‘বাহুবলী টু’-এর মুক্তির। তবে সবচেয়ে চমকপ্রদ খবর হলো, এই প্রশ্নের উত্তরটি হয়তো সবার আগে পেয়ে যাবেন রানী দ্বিতীয় এলিজাবেথ।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের দেওয়া এক প্রতিবেদনে জানা যায়, ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট। সেখানেই দেখানো হবে এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’।

অন্যদিকে, একই অনুষ্ঠানে ছবিটি উপভোগ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ ছবিতে অভিনয় করেছেন প্রভাস, রানা ডগ্গুবাতি, তামান্না প্রমুখ। ২৮ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।