ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্কার অনুষ্ঠানের অবশিষ্ট খাবার নিলেন ফ্রিদা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
অস্কার অনুষ্ঠানের অবশিষ্ট খাবার নিলেন ফ্রিদা ফ্রিদা পিন্টো (ছবি: সংগৃহীত)

অস্কারের লালগালিচায় দাঁড়িয়ে সবাই যখন ছবি তোলার পোজ দিচ্ছিলেন, সে সময় অনাহারীদের জন্য খাবার সংগ্রহে ব্যস্ত ছিলেন হলিউড অভিনেত্রী ফ্রিদা পিন্টো।

প্রতি বছর জমকালো আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় অস্কার অনুষ্ঠান। যেখানে থাকে খাবারের মহাসমারোহ।

এখানে প্রায় ৩ হাজার প্লেট খাবার পরিবেশন করা হয়। কিন্তু কিছু খাবার শেষ পর্যন্ত যায় ময়লার ঝুড়িতে। এবার খাবার নষ্ট না করে তা ক্ষুধার্ত মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন ফ্রিদা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যায়, অস্কার অনুষ্ঠানের বেঁচে যাওয়া খাবার ক্ষুধার্তদের মাঝে বণ্টন করার দায়িত্ব নিয়েছিলেন ‘স্লামডগ মিলিনিয়ন’খ্যাত এই তারকা। কোপিয়া নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে মিলে এ উদ্যোগ নেন তিনি। এর মাধ্যমে অস্কার পার্টির অবশিষ্ট খাবার লস অ্যাঞ্জেলেসের অনাহারী মানুষের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে।

ফ্রিদার খাবার সংরক্ষণ ও বণ্টনএ প্রসঙ্গে ফ্রিদা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, ‘অস্কারের অবশিষ্ট খাবার ৮০০ জন মানুষকে খাওয়ানো হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, ফিল্ম ও টিভি টাউন লস অ্যাঞ্জেলেসের কোনো মানুষ যেন ক্ষুধার্ত না থাকে। এ জন্য বড় বড় পার্টির খাবারগুলো সংগ্রহ করে তাদের মাঝে বিলিয়ে দেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।