ভিডিও দুটিতে সন্ধি ও সভ্যতা কোনো প্রকার বিদেশি শব্দ ব্যবহার না করে প্রমিত বাংলা ভাষায় কথা বলেছেন। এখানে তারা প্রমিত বাংলায় কথা বলে ভিডিও প্রকাশ করার অাহবান জানান।
এদিকে সভ্যতা খাঁটি বাংলা ভাষায় কথা বলার জন্য আরও আহবান জানিয়েছিলেন সংগীতশিল্পী জোহাদ রেজা চৌধুরী, অভিনেতা ফারহান আহমেদ জোভান ও কথাসাহিত্যিক আনিসুল হককে। সন্ধি আহবান জানিয়েছেন অভিনেতা সিয়াম আহমেদস, নির্মাতা রুবাইয়াৎ মাহমুদ, রিদওয়ান হাফিজসহ আরো অনেককে।
সন্ধি তার ভিডিওতে জানান, ‘খাঁটি বাংলা বাজি’র সঙ্গে তিনি ছেলেবেলা থেকেই পরিচিত। কোথাও বেড়াতে গেলে এই বাজিতে অংশ নিতেন পরিবারের সবাই। ইশতিয়াক আহমেদ শান্ত নামে পরিচিত এক ভাই এই বাজিতে অংশ নেওয়ার আহবান জানান সন্ধিকে। এরপর থেকেই ‘খাঁটি বাংলা বাজি’ হ্যাশট্যাগ দিয়ে ভিডিও ছাড়ছেন অনেকে। ভাই-বোন সন্ধি ও সভ্যতা আশা করছেন, এভাবে প্রমিত বাংলায় কথা বলার চর্চা ছড়িয়ে পড়বে সবখানে।
* সন্ধির ‘খাঁটি বাংলা বাজি’ ভিডিও:
* সভ্যতার ‘খাঁটি বাংলা বাজি’ ভিডিও:
* আলিফ আলাউদ্দিনের ‘খাঁটি বাংলা বাজি’ ভিডিও:
* অ্যালেন শুভ্রর ‘খাঁটি বাংলা বাজি’ ভিডিও:
* জেফার রহমানের ‘খাঁটি বাংলা বাজি’ ভিডিও:
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এসও