মহল্লার কমিশনার আজব মানুষ। নাম তার উম্মত আলী।
কমিশনারের মেয়ে রাজকন্যা ভালোবাসে ক্রিকেটার রনিকে। কিন্তু সে প্রেমিকের সঙ্গে দেখা করতে পারেনা বাবার কারণে। তাই রনি কবুতর পালন শুরু করে। কবুতরের মাধ্যমে পুরনো দিনের মতো প্রেমিকার কাছে চিঠি পাঠায় সে।
এভাবেই একটি ক্রিকেট ক্লাব, কিছু ক্রিকেটার ও তাদের চারপাশের মানুষদের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘চুইংগাম’। মহল্লার মানুষগুলো একে অন্যের পেছনে চুইংগামের মতো লেগে থাকে বলে হাস্যরসাত্মক এই নাটকটির নাম দেওয়া হয়েছে ‘চুইংগাম’।
রোববার (৫ মার্চ) থেকে প্রচার শুরু হচ্ছে ‘চুইংগাম’-এর। প্রতি সপ্তাহে শুক্র, রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে ধারাবাহিকটি দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়। জাকারিয়া সৌখিনের রচনায় এটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।
‘চুইংগাম’ নাটকে অভিনয় করেছেন মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, সাফা কবির, শবনম ফারিয়া, শম্পা রেজা, ফারুক আহমেদ, আরফান আহমেদ, কচি খন্দকার, তাসনুভা এলভিন, একে আজাদ, মনিরা মিঠু, সাবেরী আলম, মিলন ভট্ট, আনন্দ খালেদ, সৌমিক আহমেদ, সানজিদা লতা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এসও