দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘চল পালাই’ ছবির একটি গানের শুটিং করলেন তমা। দু’দিন ধরে সাভারে এর চিত্রায়নে অংশ নেন তমা-শিপন।
রোববার (৫ মার্চ) ছবিটি সম্পর্কে তমা বাংলানিউজকে বলেন, ‘এ ধরনের ছবি এখানে তেমন হয়নি। অ্যাকশন, রোমান্স, থ্রিলার, কমেডি সবই আছে। তারপরও মনে হবে নতুনত্ব আছে। কাজটি আমি বেশ উপভোগ করছি। ’
শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’ ছবিতে তমার নায়ক শাকিব খান। সঙ্গে আছেন বুবলী। এ ছবির শুটিংয়েও ব্যস্ত রয়েছেন তমা। ‘চল পালাই’-এ আপাতত তার অংশের কাজ নেই। এরই মধ্যে ঢুকবেন ‘অহংকার’-এর সেটে। আগামী ১৫ মার্চ পর্যন্ত এর কাজ করে আবার ‘চল পালাই’ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তমা। এরই মধ্যে অংশ নেবেন দেশের বাইরে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্টানে।
এদিকে ঈদুল আজহার আগেই তমা মির্জার চারটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। এগুলো হলো— মারিয়া তুষারের ‘গ্রাস’, আলম আশরাফের ‘কে’, ‘চল পালাই’ ও ‘গেম রিটার্নস’।
২০১০ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার। সিনেমার নাম ছিলো ‘বলনা তুমি আমার’। এরপর কাজ করেছেন ‘ও আমার দেশের মাটি’, ‘তোমার কাছে ঋণী’, ‘ইভটিজিং’, ‘মানিক রতন দুই ভাই’, ‘এক মন এক প্রাণ’, ‘নদীজন’, ‘লাভলি’, ‘প্রেমের অধিকার’ প্রভৃতি ছবিতে। মাঝখানে তেমন একটা কাজ করেননি এই নায়িকা।
তমা জানান, জুন-জুলাইয়ে ছবির কাজে ফের সাময়িক বিরতি দিতে চান। অনার্স শেষ বর্ষের ছাত্রী তমা জানান, তার ইচ্ছে দেশের বাইরে থেকে মাস্টার্স করবেন।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এসও