আশুলিয়ার বিরুলিয়া বেড়িবাঁধের কাছে প্রিয়াংকা শুটিং হাউজে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক পিকনিক বা বনভোজনে তারকাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
তবে এ আয়োজনে বরাবরের মতো কিছু অব্যবস্থাপনা ছিলো দৃষ্টিকটু।
এদিকে বনভোজনস্থলে যাওয়ার জন্য এফডিসি থেকে নির্দিষ্ট বাস সকাল ৭টায় গাড়ি ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা গড়িয়ে সাড়ে ১০টা বেজে যায়। দুপুর পর্যন্ত অনেকটা ফাঁকাই ছিলো বনভোজনের মাঠ। বিকেলে তারকাদের আনাগোনা বেড়েছিলো।
জানা যায়, সকাল থেকে বনভোজনে ছিলেন শিল্পী সমিতির সদ্য শেষ হওয়া সহসভাপতি ওমর সানী। দুপুরের পরি উপস্থিত হন কমিটির সাবেক সভাপতি ও চিত্রনায়ক শাকিব খান, সাধারণ সম্পাদক অমিত হাসান প্রমুখ। এই আয়োজনের আরও উপস্থিত ছিলেন মৌসুমী, আমিন খান, রুবেল, ফেরদৌস, মিশা সওদাগর, সাইমন, জায়েদ খান, বুবলী, মিষ্টি জান্নাত, অমৃতা প্রমুখ। সিনিয়র শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল রানা, ফারুক, জাভেদ, আহমেদ শরীফ, অরুণা বিশ্বাস প্রমুখ।
পিকনিক নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন অনেক শিল্পী ও সাংবাদিক। নিমন্ত্রণপত্র না পাওয়ায় ও দেরিতে মৌখিকভাবে নিমন্ত্রণ জানানোর কারণে অনেক শিল্পীই এরিয়ে গেছেন পিকনিক। অন্যদিকে অনেক বিনোদন সাংবাদিকরা এই অায়োজনে যুক্ত হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। নিমন্ত্রণপত্র পেয়েছেন হাতেগোনা কয়েকজন সাংবাদিক।
এসব বিষয়ে কথা বলার জন্য সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেতা অমিত হাসানকে ফোন দেওয়া হলে তিনি তা রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এসও