‘বেগমজান’ ছবির পোস্টার
‘আমার শরীর, আমার বাড়ি, আমার দেশ, আমার আইন’ লেখাটির নিচে একজন নারীর ছবি।বড় গলার জামা, গলায় মালা, দুই হাতে ব্রেসলেট, চোখে হাজারো প্রশ্ন, এক পায়ে নূপুর, হাতে হুক্কার নল— তিনি হলেন বিদ্যা বালান। নতুন ছবি ‘বেগমজান’-এ এভাবেই আসছেন তিনি।
`বেগমজান'-এর গল্প ১৯৪৭ সালের দেশভাগের সময়কার। পাঞ্জাবের একটি যৌনপল্লীর প্রধান নারী চরিত্রে এই ছদেখা যাবে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে।
মুক্তি প্রক্রিযার প্রথম ধাপ হিসেবে ‘বেগমজান’-এর ফার্স্টলুক পোস্টার ছাড়া হয়েছে অনলাইনে।
আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে ‘বেগমজান’। এটি তৈরি করেছেন সৃজিত মুখোপাধ্যায়। একই গল্প নিয়ে বাংলা ভাষায় ‘রাজকাহিনি’ বানিয়েছিলেন তিনি। টলিউডের নামী তারকাদের নিয়ে তৈরি ছবিটি তেমন দর্শক টানতে পারেনি। হিন্দি ছবিটিতে বিদ্যা অভিনয় করছেন ঋতুপর্ণা ঘোষের করা চরিত্রটিতে। এবার দেখা যাক বলিউডে ছবিটির ভাগ্যে কী ঘটে।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।