কথাগুলো বলেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে তিনি জানান, নারীরা এখন সব ধরনের কাজ করছে, সাফল্যও পাচ্ছে।
এটি প্রতি বুধবার রাত ৯টায় প্রচার হচ্ছে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনে। বিনোদন ভুবনের তথ্যের পাশাপাশি বিশ্বের অজানা ও রহস্যময় বিষয়গুলো এখানে তুলে ধরা হয়। সঞ্চালানার ক্ষেত্রে নতুনত্ব রেখেছেন নওশাবা। একেকদিন একেক ধরনের পোশাকে হাজির হন তিনি। এবারের পর্বে প্রাধান্য দেওয়া হবে নারীকে। তাই শাড়ি পরবেন নওশাবা।
জানা যায়, সামিয়া রহমানের তত্ত্বাবধানে ও নাহিদ জিহানের পরিচালনায় এবারের পর্বে নারীকেন্দ্রিক চলচ্চিত্রগুলো নিয়ে আলোচনা রাখা হয়েছে। উঠে আসবে মাদার তেরেসা, বেগম রোকেয়া প্রমুখ বিখ্যাত নারীদের প্রসঙ্গ। গত দু’ মাস ধরে ‘রঙিলার রঙ্গশালা’ সঞ্চালনা করছেন নওশাবা। সম্প্রতি ‘ম্যানসন ৯৯’ ছবির শুটিং করে মালয়েশিয়া থেকে ফিরেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এসও