ঢাকা, মঙ্গলবার, ১ শ্রাবণ ১৪৩১, ১৬ জুলাই ২০২৪, ০৯ মহররম ১৪৪৬

বিনোদন

সবার জন্য ‘রীনা ব্রাউন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
সবার জন্য ‘রীনা ব্রাউন’ ‘রীনা ব্রাউন’ চলচ্চিত্রের দৃশ্যে বরুণ চন্দ ও প্রমা পাবনী (ছবি: সংগৃহীত)

মুক্তিযুদ্ধ, প্রেম আর বিচ্ছেদের ছবি ‘রীনা ব্রাউন’ মুক্তি পেয়েছিলো ১৩ জানুয়ারি। খুব বেশি হল পায়নি শামীম আখতারের ছবিটি। এবার ‘রীনা ব্রাউন’ দেখতে পারবেন যে কেউ। 

শামীম আখতার জানান, নানা কারণে ছবিটি বেশি সংখ্যক দর্শকের কাছে যেতে পারেনি। ২৬ মার্চ এটি দেখতে পাবেন টেলিভিশনের দর্শকেরা।

এর আগেই একটি বিশেষ প্রদর্শনী হবে ছবিটির। বিনামূল্যে এদিন ‘রীনা ব্রাউন’ সবাই উপভোগ করতে পারবেন।  

আগামী ১৪ মার্চ সন্ধ্যা ৬টায় ‘রীনা ব্রাউন’-এর বিশেষ প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে। বাংলাদেশ চলচ্চিত্র ফিল্ম সোসাইটি ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে একই সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

‘রীনা ব্রাউন’ ছবিতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের বরুণ চন্দ, সাবেরি আলম, আতাউর রহমান, শম্পা রেজা, মানস চৌধুরী, তানভীর হোসেন প্রবাল, প্রমা পাবণী, মাহফুজ রিজভী প্রমুখ।

* ‘রীনা ব্রাউন’-এর গান ‘তুমি তুমি’:

 

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।