শামীম আখতার জানান, নানা কারণে ছবিটি বেশি সংখ্যক দর্শকের কাছে যেতে পারেনি। ২৬ মার্চ এটি দেখতে পাবেন টেলিভিশনের দর্শকেরা।
আগামী ১৪ মার্চ সন্ধ্যা ৬টায় ‘রীনা ব্রাউন’-এর বিশেষ প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে। বাংলাদেশ চলচ্চিত্র ফিল্ম সোসাইটি ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে একই সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
‘রীনা ব্রাউন’ ছবিতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের বরুণ চন্দ, সাবেরি আলম, আতাউর রহমান, শম্পা রেজা, মানস চৌধুরী, তানভীর হোসেন প্রবাল, প্রমা পাবণী, মাহফুজ রিজভী প্রমুখ।
* ‘রীনা ব্রাউন’-এর গান ‘তুমি তুমি’:
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এসও