ফারাহ খান ও শিরীষ কুন্দ্রা
বলিউডের প্রথম তারকা দম্পতি যারা মিডিয়ার সামনে তাদের তিন সন্তান আনিয়া কুন্দ্রা, দিভা কুন্দ্রা ও সিজার কুন্দ্রার কথা বলেছিলেন। যারা কি-না সারোগেসি পদ্ধতিতে জন্মগ্রহণ করেছেন।
আমির খান ও কিরণ রাও
২০১১ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করে আমির খান-কিরণ রাও দম্পতির একমাত্র ছেলে আজাদ খান। কিরণের কিছু শারীরিক জটিলতা থাকার কারণে সারোগেসি পদ্ধতিতে বাবা-মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই তারকা জুটি। অন্যদিকে, আমির খানের আগের ঘরে জুনায়েদ ও ইরা নামে দুই সন্তান রয়েছে।
শাহরুখ খান-গৌরি খান
২০১৩ সালে সারোগেসি পদ্ধতিতে জন্মগ্রহণ করে এই দম্পতির তৃতীয় সন্তান আবরাম খান। কিন্তু ওকে নিয়ে অনেকটা শংকার মধ্যে ছিলেন এই তারকা জুটি। কারণ ওর জন্মের পর কিছুটা জটিলতা দেখা দিয়েছিলো। ফলে মিডিয়ার সামনে তেমন কিছু বলেননি শাহরুখ-গৌরি।
সোহেল খান ও সীমা খান
২০০০ সালে তাদের প্রথম ছেলে নির্বাণের জন্ম। এরপর আর কোনো সন্তান না হওয়া ২০১১ সালে সারোগেসির সাহায্য নেন এই জুটি। পরে তাদের ঘর আলোকিত করে আসে এক পুত্রসন্তান। ওর নাম যোহান।
তুষার কাপুর
সারোগেসি পদ্ধতিতে বাবা হওয়ার তালিকায় রয়েছেন বলিউডের এই অভিনেতা। তবে তালিকায় অন্যদের থেকে কিছুটা আলাদা তিনি। বলিউড ইন্ডাস্ট্রিতে তিনিই প্রথম যিনি বিয়ের আগেই সারোগেসি পদ্ধতির মাধ্যমে সিঙ্গেল ফাদার হয়েছেন। তার ছেলের নাম লক্ষ্য কাপুর।
করণ জোহর
সম্প্রতি সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানের বাবা হয়েছেন প্রযোজক করণ জোহর। বলিউডের সবশেষ উদাহরণ তিনি। তুষার কাপুরের মতো সারোগেসি পদ্ধতির মাধ্যমে সিঙ্গেল ফাদার হওয়ার তালিকায় করণ রয়েছেন দ্বিতীয় স্থানে।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
বিএসকে/এসও