ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সুবিধাবঞ্চিত নারীদের জন্য বাড়ি নির্মাণ করছেন ইভলিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
সুবিধাবঞ্চিত নারীদের জন্য বাড়ি নির্মাণ করছেন ইভলিন বাড়ি নির্মাণ করছেন ইলভিন শর্মা

সামাজিক কর্মকাণ্ডে সবসময় এগিয়ে থাকেন নামিদামি তারকারা। তাইতো এবার সুবিধাবঞ্চিত নারীদের পাশে এসে দাঁড়ালেন ইভলিন শর্মা। তাদের জন্য বাড়ি নির্মাণ করছেন বলিউডের এই অভিনেত্রী।

সম্প্রতি মহারাষ্ট্রের কারজতে সুবিধাবঞ্চিত নারীদের জন্য বাড়ি নির্মাণ করতে দেখা গেছে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’খ্যাত এই তারকাকে। বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় সকল প্রকার কাঁচামালের যোগান দিচ্ছে ‘হ্যাবিটেট ফর হিউম্যানেটি’ নামে একটি সংস্থা।

যার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন ইভলিন।

বাড়ি নির্মাণ করছেন ইলভিন শর্মাসুবিধাবঞ্চিত নারীদের জন্য বাড়ি নির্মাণ প্রসঙ্গে ৩০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘বিভিন্ন প্রকার ক্যাম্পেইনের মাধ্যমে ভারত সরকার সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ান। যা সত্যি খুব ভালো কাজ। এছাড়া একজন নারী হিসেবে এর অংশ হতে পেরে খুব আনন্দিত লাগছে। এই দিনটি আমার জীবনের সেরা দিনগুলোর একটি। ’

গ্রামবাসী ও স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ইলভিনএখানেই শেষ নয়, নির্মাণ কাজ শেষে গ্রামবাসী ও স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান ইলভিন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।