সাজ্জাদ সুমনের পরিচালনায় শুরু হয়েছে নতুন নাটক ‘ছলে বলে কৌশলে’-এর দৃশ্যধারণ। প্রথমদিন (১২ মার্চ) উত্তরার ক্ষণিকালয়ে শুটিংয়ে হাজির ছিলেন অনেকেই।
সুমন জানান, নাটকের গল্পে এটিএম শামসুজ্জামান একজন কৃপণ বাবা। তার কাছ থেকে দরকারি টাকাও পাওয়া যায় না। এ অবস্থায় সন্তান অাফরান নিশোর অবস্থা সহজেই অনুমেয়। নিশো কিছু একটা করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে ব্যবসার কাজে অর্থকড়ির প্রয়োজনে বাবার কাছে হাত পাতে। কিন্তু বাবা নারাজ। নিশো পরিবারে অন্যদের সহায়তায় ‘ছলে বলে কৌশলে’র আশ্রয় নেয়। এসব নিয়ে ঘটতে থাকে বিভিন্ন মজার ঘটনা।
এদিকে সানজিদা প্রীতির বাবা (কেএস ফিরোজ) মেয়ের প্রেমিক নিশোর ওপর নাখোশ। তার নির্দেশে নিশোর ওপর হামলা ঘটে। ভাগ্নের বেহাল দশার খবর পেয়ে থানা থেকে ছুটে আসে বগা মামা (দিলু) তিনি দায়িত্ব নিয়ে বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হবে। ’
শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটিতে আরও অভিনয় করছেন চিত্রলেখা গুহ, নাদিয়া খানম, ইরফান সাজ্জাদ, নাবিলা, আরফান আহমেদ, ফারুক আহমেদ, রোজি সিদ্দিকী, শম্পা রেজা প্রমুখ।
‘ননস্টপ’, ‘অপরাজিতা’, ‘দখিনায়নের দিন’, ‘আষাঢ়ে গল্প’, ‘মহানগর’ ধারাবাহিকগুলো নির্মাণ করে খ্যাতি পেয়েছেন সাজ্জাদ সুমন। এখন চ্যানেল আইয়ে চলছে তার ‘চুইংগাম’। ‘ছলে বলে কৌশলে’ আগামী মাস থেকে প্রচার শুরু হবে এটিএন বাংলায়। নাটকটি প্রযোজনা করেছেন জান্নাতুল টুম্পা (ন্যাশনাল টেলিফিল্মস)।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এসও