ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এমার ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ঢাকায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমার ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ঢাকায় ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবির পোস্টার

এমা ওয়াটসন অভিনীত ডিজনির ছবি ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এরই মধ্যে আলোচনায় এসেছে। কোথাও কোথাও ছবিটির মুক্তি বাঁধাগ্রস্ত হলেও বঞ্চিত হচ্ছেন না ঢাকার দর্শক। শুক্রবার (১৭ মার্চ) আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে এটি। 

ছবিটির মুক্তি সাময়িকভাবে স্থগিত করেছেন মালয়েশিয়া সরকার। চলচ্চিত্র স্থগিতে কোনও কারণ দেখায়নি কর্তৃপক্ষ।

তবে মনে করা হচ্ছে সমকামী প্রেম তুলে ধরার জন্য ছবিটিকে নিষিদ্ধ করা হতে পারে। রাশিয়াতেও ছবিটি মুক্তি জটিলতায় পড়তে যাচ্ছে।  

এদিকে শোনা যাচ্ছে, ছবিটিতে নারীবাদী বিষয়গুলোকে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। এটি পরিচালনা করেছেন বিল কনডন। ১৭ মার্চ থেকে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে এটি। এর একদিন আগেই ১৬ মার্চ ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ দেখার সুযোগ পাচ্ছেন আমন্ত্রিত অতিথিরা।  

ছবিতে বেলা চরিত্রে অভিনয় করেছেন ২৬ বছর বয়সী হ্যারি পটার তারকা এমা ওয়াটসন। এতে প্লেব্যাকও করেছেন তিনি। অন্য চরিত্রে অভিনয় করেছেন ড্যান স্টিভেন্স, লুক ইভান্স, এওয়ান ম্যাকগ্রেগর প্রমুখ।  

* ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’-এর ট্রেলার: 

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।