বিশিষ্ট কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের গল্পের স্বত্ব কেনার পর থেকেই গুঞ্জণ শোনা যাচ্ছিলো। অবশেষে মুখ খুললেন পরিচালক অরিন্দম শীল।
একটি ছেলের বাংলাদেশ থেকে কলকাতা যাত্রা নিয়ে ছবির প্রেক্ষাপট। চলার পথে কয়েকজন মেয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তারা হয়তো একটি মেয়েরই বিভিন্ন রূপ হতে পারে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়।
“ছবিটা আমার কাছে তিনটি কারণে খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, এটা অরিন্দমদার সঙ্গে ‘ব্যোমকেশ’ ছাড়া আমার প্রথম অন্য কোনও প্রজেক্ট। দ্বিতীয়ত, এটা আমার প্রথম ইন্দো-বাংলাদেশ ভেঞ্চার। তৃতীয়ত, সমরেশ মজুমদার আমার খুবই প্রিয় লেখক। তার তৈরি করা চরিত্র পর্দায় তুলে ধরারা সুযোগ পাচ্ছি বলে ভাল লাগছে”— সংবাদপত্রে এমনটাই জানিয়েছেন আবীর।
আবীর ছাড়াও দেখা যেতে পারে রুদ্রনীল ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, ঋতাভরী চক্রবর্তীকে। ছবির গানগুলোতে বাংলাদেশের শিল্পীদের প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক। বাংলাদেশ থেকে ‘অনুপ্রবেশ’ প্রযোজনা করবে বেঙ্গল গ্রুপ। শুটিং হবে ভারত ও বাংলাদেশে।
বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসও