ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কী কারণে ভিনদেশে কনসার্ট করেনি অবসকিওর?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
কী কারণে ভিনদেশে কনসার্ট করেনি অবসকিওর? অবসকিওর ব্যান্ডের সদস্যরা (ছবি: সংগৃহীত)

কনসার্ট মাত করা অবসকিওর ব্যান্ড কখনও ভিনদেশে গান পরিবেশন করেনি। কী সেই কারণ? ৩১ বছর পর এর ব্যতিক্রম ঘটতে যাচ্ছে।

প্রথমবারের মতো বিদেশের মাটিতে গাইতে যাচ্ছে দলটি। অস্ট্রেলিয়ায় হবে তাদের প্রথম ভিনদেশি কনসার্ট।

 

দলটির প্রধান ও গায়ক সাইদ হাসান টিপু জানান, ৩১ মার্চ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশটির বিভিন্ন শহরে গাইবেন তারা।  

৩১ বছর পর দেশের বাইরে প্রথমবার গাইতে যাওয়া প্রসঙ্গে টিপু বলেন, ‘বিদেশে একা শো করার জন্য আমন্ত্রণ বহুবার এসেছে। কখনও রাজি হইনি। কারণ ব্যান্ড ছাড়া বিদেশ যেতে চাইনি। আমি ব্যান্ডটিকেই গুরুত্ব দিয়েছি। এবার সব কিছু আমাদের চাওয়া মতো হয়েছে। ’

৩১ মার্চ ক্যানবেরাতে হবে তাদের প্রথম কনসার্ট। এরপর ১ এপ্রিল নিউ ক্যাসেল, ২ এপ্রিল সিডনি ও ৮ এপ্রিল অ্যাডিলেড গাইবে অবসকিওর। কনসার্টগুলোর আয়োজক বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু পরিষদ।  

টিপু জানালেন, এগুলো মূলত স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা। এ ছাড়া বৈশাখকে কেন্দ্র করে আরও কয়েকটি কনসার্টে গাওয়ার সম্ভাবনা আছে দলটির।

কনসার্টে অংশ নিতে ২৫ মার্চ অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে অবসকিওর। ২৫ এপ্রিল দেশে ফিরবে দলটি।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।