ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

সঞ্জয় আহত, শুটিং বন্ধ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, মার্চ ২১, ২০১৭
সঞ্জয় আহত, শুটিং বন্ধ ‘ভূমি’র সেটে সঞ্জয় দত্ত

মারামারি দৃশ্যের শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে যেতে হচ্ছে তাকে। এ কারণে বন্ধ হয়ে গেছে তার কামব্যাক ছবি ‘ভূমি’র শুটিং।

জেল থেকে মুক্তির পর ওমাং কুমারের এই ছবিটির কাজ শুরু করেছিলেন সঞ্জয়। একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে বুকের পাঁজরে আঘাত পান।

প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলে সঞ্জয়কে পরামর্শ দিয়েছেন চিকিৎসক।  

‘ভূমি’ ছবির সেটে মারামারির দৃশ্য করতে গিয়ে বুকে ব্যথা পাওয়ার পরও কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। ব্যথানাশক ওষুধও খেয়েছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, সঞ্জয়ের পাঁজরের হাড়ে সামান্য চিড় দেখা দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।