ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মা-বাবার পাশেই শায়িত হলেন মিজু আহমেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
মা-বাবার পাশেই শায়িত হলেন মিজু আহমেদ মা-বাবার পাশেই শায়িত হলেন মিজু আহমেদ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা চলচ্চিত্রের সফল শক্তিমান খলনায়ক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিজু আহমেদ।

মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় কবরস্থানে মায়ের কবরের পাশে মিজানুর রহমান ওরফে মিজু আহমেদের দাফন সম্পন্ন করা হয়।

জানাজার আগে মিজু আহমেদের ছেলে আশরাফুল আহমেদ উপস্থিত সবার কাছে তার বাবার জন্য দোয়া ও মাফ চান।

এসময় মিজু আহমেদের আত্মীয় স্বজন, নিকটজন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে, বিকেল সাড়ে ৫টায় ঢাকা থেকে মিজু আহমেদের মরদেহ কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় তার নিজ বাসভবনে এসে পৌঁছায়।

‘মানুষ কেন অমানুষ’ নামে ছবির শুটিং করতে সোমবার সন্ধ্যায় ট্রেনে দিনাজপুরের স্বপ্নপুরীতে যাওয়ার পথে ঢাকা বিমানবন্দর স্টেশনের কাছে তিনি হার্ট অ্যাটাক করেন। পরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ৮টায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।