ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হামলার শিকার জিতু চোখ হারাতে বসেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
হামলার শিকার জিতু চোখ হারাতে বসেছেন জিতু ভেমড়া (ছবি: সংগৃহীত)

‘বডিগার্ড’, ‘সোলজার’, ‘বোল বচ্চন’ ও ‘সন অব সরদার’-এর মতো ছবিতে দেখা গেছে জিতু ভেমড়াকে। তবে খারাপ খবর হলো, হামলার শিকার হয়ে চোখ হারাতে বসেছেন বলিউডের এই অভিনেতা। বৃহস্পতিবার (৩০ মার্চ) মাউন্ট আবু থেকে জয়পুর যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে জিতুর ভাই স্ট্যান্ট (অ্যাকশন) পরিচালক মনোহর ভেমরা বলেন, ‘চিত্রগড় এলাকার ৪০ কি.মি আগে একটি বন অতিক্রম করছিলেন জিতু। এ সময় চালকের পাশের সিটে বসা ছিলেন জিতু।

কিন্তু হঠাৎ করেই না-কি তাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া শুরু হয়। এ সময় চালক গাড়ির গতি বাড়িয়ে দিলেও একটি পাথর এসে জিতুর চোখে লাগে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে উদয়পুর বিমানবন্দর থেকে ওকে নিয়ে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেওয়া হয়। ’

এ ঘটনার দু’দিন পর জিতুর চোখে অস্ত্রোপচার করা হয়েছে। খারাপ খবর হলো, পাথারের আঘাতে তার চোখের ওপরের অংশের ক্ষতি হয়েছে। যে কারণে ১০টি সেলাই দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মনোহর।

পুলিশি তদন্তে জানানো হয়, জিতুই একমাত্র ব্যক্তি নন, এর আগে ওই স্থানে আরও দু’টি গাড়ির যাত্রীরা এভাবে শিকার হয়েছেন।  

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও খ্যাত জিতু। ১২টি ঘোড়া রয়েছে তার। এমনকি অশ্ব চালনাতেও পারদর্শী তিনি। বলিউডের অনেক তারকাকে এই প্রশিক্ষণ দিয়েছেন জিতু। তাদের মধ্যে রয়েছেন কঙ্গনা রনৌত, তামান্না ভাটিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।