ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কী থাকছে চলচ্চিত্র দিবসের আয়োজনে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
কী থাকছে চলচ্চিত্র দিবসের আয়োজনে? জাতীয় চলচ্চিত্র দিবসে সাংস্কৃতিক আয়োজন

এবারের জাতীয় চলচ্চিত্র দিবসটি ব্যাপকভাবে উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার (৩ এপ্রিল) দিনভর এফডিসি চত্বরে নানা আয়োজনের মধ্য দিয়ে চলচ্চিত্র দিবস পালন করা হবে। সকালে অনুষ্ঠান উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এতে বিশেষ অতিথি থাকবেন সাংসদ একেএম রহমত উল্লাহ, সুকুমার রঞ্জন ঘোষ, তথ্য মন্ত্রণালয়ের সচিব মুরতুজা আহমেদ।

তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) তত্ত্বাবধানে কী কী থাকছে চলচ্চিত্র দিবসের এবারের আয়োজনে? এ নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ জানান, জাঁকজমকভাবে এবারের জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হবে।

সকাল থেকেই সিনিয়র শিল্পীসহ চলচ্চিত্রের সংশ্লিষ্টরা এফডিসিতে উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শোভাযাত্রায় অংশ নেবেন চলচ্চিত্র জগতের শিল্পী ও কলাকুশলীরা। এরপর দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমা প্রদর্শন করা হবে। সন্ধ্যায় থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নায়ক-নায়িকার অংশ নেবেন।

এবারের আয়োজন নিয়ে এফডিসিতে সংবাদ সম্মেলনসংবাদ সম্মেলনে বক্তরা জানান, এবার আমন্ত্রিত অতিথিদের বাইরে বহিরাগতরা যেন প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষ নজর দেয়া হবে।
এদিকে দিবসটি সুন্দরভাবে উদযাপন করার লক্ষে আয়োজকরা ঢাকায় সিনেমার শুটিং  বন্ধ রাখতে আহবান জানিয়েছেন। এ ব্যাপারে নির্মাতা মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমরা সবাইকে ওইদিন শুটিং বন্ধ রাখার আহ্বান জানিয়েছি। আমাদের আশা, আগের চার বারের চেয়ে বড় পরিসরে দিবসটি পালিত হবে। ’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু, চিত্রনায়ক ওমর সানি, জায়েদ খান, অভিনেত্রী নূতন, নৃত্য পরিচালক মাসুম বাবুলসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।