ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সাংবাদিক হয়রানির ঘটনায় অক্টোপির মামুনকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
সাংবাদিক হয়রানির ঘটনায় অক্টোপির মামুনকে অব্যাহতি মামুনুর রশীদ মামুন, ছবি: সংগৃহীত

‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ কনসার্টে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করায় আয়োজক প্রতিষ্ঠান অক্টোপির অভিযুক্ত কর্মকর্তা মামুনুর রশীদ মামুনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) শ্রেয়ার কনসার্টে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া, হয়রানি, ছবি তুলতে নিষেধ করা, এমনকি ‘ভেতরে ঢুকতে দেওয়া হবে না’ বলে হুমকি দিয়েছিলেন মামুন। বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের ওইদিন অসৌজন্যমূলক আচরণ করায় অক্টোপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

এটিএন ইভেন্টসের পরিচালক ক্যাপ্টেন মাসুদুর রহমান (অব.) ও অক্টোপি লিমিটেডের পরিচালক (একাউন্টস) মিলন কুমার বিশ্বাস স্বাক্ষরিত রোববার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা সাংবাদিকদের সম্মান করি এবং তাদের অসম্মান করে কেউ পার পেয়ে যাবে, এটা আমরা মেনে নিতে পারি না। তাই ঘটনায় সঙ্গে জড়িত মামুনকে অক্টোপি লিমিটেড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ’

বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে ওইদিন অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে রাত পৌনে ১০টায় সাংবাদিকরা হলরুম ত্যাগ করে বাইরে চলে আসেন। এটিএন ইভেন্টসের কর্মকর্তারা বিষয়টি সুরাহা করতে চাইলেও অক্টোপির পক্ষ থেকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। অবশেষে মামুন তার হিসেব বুঝে পেয়েছেন।

বিভিন্ন সময়ে এ ধরনের আয়োজনে সাংবাদিক হয়রানির ঘটনা ঘটেছে। মামুনের অব্যাবহতির মধ্যদিয়ে এটি দৃষ্টান্তমূলক নজির হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সাংবাদিকদের প্রত্যাশা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।

**শ্রেয়ার অনুষ্ঠানে অক্টোপির অব্যবস্থাপনা, দুর্ব্যবহার

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এসও/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।