ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তাহসানের শেষ দুই খবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
তাহসানের শেষ দুই খবর তাহসান, ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান ফের আমেরিকায় যাচ্ছেন। বুধবার (৫ এপ্রিল) রাতের ফ্লাইটে দেশ ছাড়ছেন তিনি।

বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে তাহসান জানান, একাধিক কাজে আমেরিকায় যাচ্ছেন তিনি। এর মধ্যে একটি হলো ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়া।

৯ এপ্রিল সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক সিটির কুইন্সে অবস্থিত ইয়র্ক কলেজ অডিটরিয়ামে এই অনুষ্ঠান হবে। তাহসানের পাশাপাশি এতে অংশ নেবেন দেশীয় চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের জনপ্রিয় শিল্পীরা। এখানে সংগীত পরিবেশন করবেন তাহসান।  

আন্তর্জাতিক বাজারে ইংরেজি গান প্রকাশের ব্যাপারে চূড়ান্ত আলোচনা করবেন আমেরিকার অডিও প্রযোজকদের সঙ্গে। গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে দেশে ফিরে গত মাসে ইংরেজি গান-ভিডিও নিয়ে আগ্রহের কথা জানিয়েছিলেন তাহসান।

এদিকে তাহসান নতুন পরিচয়ে হাজির হয়েছেন। একটি অনলাইন শপিং শপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর নাম ‘আজকের ডিল ডটকম’।  

তাহসান জানান, অনলাইনে কেনাকাটা করতে গিয়ে মিশ্র অভিজ্ঞতা রয়েছে তার। কোনো জিনিসের ছবি দেখে অর্ডার করলে আসে অন্যটা। এরপরও তিনি ভরসা হারাচ্ছেন না। কারণ ভালো অভিজ্ঞতাও আছে তার।   

তাহসান বললেন, ‘গত বছর থেকে অনলাইনে শপিং শুরু করেছি। ফেসবুকে বিভিন্ন পেজ থেকে অর্ডার করেছি। ওই সময়ই আজকের ডিল ডটকম থেকেও প্রডাক্ট কিনেছি। অভিজ্ঞতা বেশ ভালো। ’

মঙ্গলবার (৪ এপ্রিল) আজকের ডিল-এর অফিস থেকে ফেসবুক লাইভে এসেছিলেন তাহসান। আগামী এক বছর প্রতিষ্ঠানটির হয়ে কাজ করবেন এই শিল্পী।  

ছবি: সংগৃহীততাহসান মজার ছলে জানান, খ্যাতির বিড়ম্বনা এড়াতে অনলাইনে কেনাকাটার দিকে ঝুঁকেছেন তিনি। জনপ্রিয় এই গায়ক-অভিনেতার মতে, হাতে কম সময় নিয়ে শপিং সেন্টারে গেলে ভক্তদের সঙ্গে সেলফি তুলতে হয়, কেনাকাটা আর হয়ে ওঠে না। এ ক্ষেত্রে অনলাইন শপিং বেশ ভালো।  

আরও পড়ুন>>>
ইংরেজি গান ও ভিডিও নিয়ে আসছেন তাহসান

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।