ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তানভীর মোকাম্মেলের জন্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
তানভীর মোকাম্মেলের জন্য তানভীর মোকাম্মেল, ছবি: সংগৃহীত

‘লালসালু’, ‘নদীর নাম মধূমতি’, ‘চিত্রা নদীর পারে’, ‘লালন’, ‘কর্ণফুলির কান্না’ প্রভৃতি চলচ্চিত্র তৈরি করে খ্যাতি পেয়েছেন তানভীর মোকাম্মেল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পর এ বছর তিনি ঘরে তুলেছেন একুশে পদক। চলচ্চিত্র আন্দোলনের এই অগ্রসৈনিককে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে।

‘চিত্রালী পাঠক–পাঠিকা চলচ্চিত্র সংসদ’ (চিপাচস) নামের সংগঠনটি তানভীর মোকাম্মেলকে সংবর্ধনা দেওয়া সব আয়োজন সম্পন্ন করেছে। শুক্রবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই আয়োজন অনুষ্ঠিত হবে জাতীয় চিত্রশালায়।

 

চিপাচসের সভাপতি সুশীল সূত্রধর জানান, অনুষ্ঠানে নির্মাতার কর্ম ও জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠান হবে।

অালোচনায় অংশ নেবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন, প্রাবন্ধিক ও ছড়াকার আহমাদ মাযহার, চলচ্চিত্র সমালোচক মাহমুদুল হোসেন দুলাল, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক ড. মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন, চলচ্চিত্র নির্মাতা মসিহ উদ্দিন শাকের।

ছবি: সংগৃহীতঅনুষ্ঠানের শেষভাগে থাকছে ছবির প্রদর্শনী। এতে তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘জীবনঢুলি’ দেখানো হবে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।