ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রশ্নের মুখে অক্ষয়ের জাতীয় পুরস্কার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
প্রশ্নের মুখে অক্ষয়ের জাতীয় পুরস্কার অক্ষয় কুমার (ছবি: সংগৃহীত)

‘রুস্তম’ ছবিতে দারুণ অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলতে যাচ্ছেন অক্ষয় কুমার। কিন্তু এ বিষয়টি নিয়ে এখন শুরু হয়েছে বিতর্ক। অক্ষয় কী ভাবে জাতীয় পুরস্কার পেলেন— এ নিয়ে শুরু হয়ে গিয়েছে কানাঘুষো। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এমনটি লক্ষ্য করা যাচ্ছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফিচার ফিল্ম বিভাগের বর্তমান চেয়ারপারসন হলেন পরিচালক প্রিয়দর্শন। তার সঙ্গে যে অক্ষয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তা সকলেরই জানা।

‘হেরা ফেরি’ থেকে শুরু করে ‘গরম মাশালা’, ‘ভাগম ভাগ’, ‘ভুল ভুলাইয়া’, ‘দে দানাদান’, ‘খাট্টা মিঠা’ ছবিতে এক সঙ্গে কাজ করেছেন এই জুটি। অনেকেই বলছেন, প্রিয়দর্শনের সঙ্গে এই ঘনিষ্ঠতার কারণেই না-কি জাতীয় পুরস্কার পেয়েছেন অক্ষয়!

এ প্রসঙ্গে প্রিয়দর্শনের ভাষ্য, ‘আমি সব কিছুই শুনেছি। খুব সহজভাবে এর উত্তর দেবো। যখন রমেশ সিপ্পি জুরি প্রধান ছিলেন তখন অমিতাভ বচ্চন জাতীয় পুরস্কার জিতেছিলেন। তখন তো কোনও প্রশ্ন ওঠেনি। ’

প্রিয়দর্শন আরও বলেন, “অক্ষয় নিজের যোগ্যতায় পুরস্কার জিতেছেন। ‘এয়ারলিফট’ ও ‘রুস্তম’— এই দুই ছবিতেই তার অভিনয় জুরিদের পছন্দ ছিলো। কিন্তু নিয়ম অনুযায়ী যে কোনও একটা ছবিকে বেছে নিতে হবে। সে কারণেই শেষ বিচারে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয় ‘রুস্তম’। ”

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।