ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আর্মি গলফ গার্ডেনে নববর্ষ উৎসব টেলিভিশন শিল্পীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
আর্মি গলফ গার্ডেনে নববর্ষ উৎসব টেলিভিশন শিল্পীদের জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে শিল্পী-পেশাজীবী সংগঠনের নববর্ষ উৎসব উদ্‌যাপন কমিটি- ছবি: আনোয়ার হোসেন রানা

ঢাকা: ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রত্যয়ে ‘নববর্ষ উৎসব-১৪২৪’ উদ্‌যাপন করবে টেলিভিশন মাধ্যমের সকল শিল্পী-পেশাজীবী সংগঠনের নববর্ষ উৎসব উদ্‌যাপন কমিটি।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির আহ্বায়ক বিশিষ্ট অভিনেতা গাজী রাকায়েত।

তিনি বলেন, বাঙালি জাতিসত্ত্বার মূল পহেলা বৈশাখ, যা ধর্মনিরপেক্ষতা ও সুন্দর জাতির প্রতীক।

সব ভেদাভেদ ভুলে বাঙালি মেতে উঠবে বাংলা নববর্ষ উদ্‌যাপনে।

গাজী রাকায়েত বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক সংকট নিরসনের সঙ্গে সঙ্গে সৃজনশীলতার মধ্য দিয়ে বিস্তার লাভ করেছে টেলিভিশন মাধ্যম। গড়ে উঠেছে পেশাজীবী শিল্পী সমাজ। পেশাদারিত্বের সংকট নিরসনে টেলিভিশন মাধ্যমের অন্য বিভিন্ন সংগঠনও প্রতিষ্ঠিত হয়েছে।

সুন্দর, ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো টেলিভিশন মাধ্যম পহেলা বৈশাখ উদ্‌যাপন করতে যাচ্ছে। আর্মি গলফ গার্ডেনে পহেলা বৈশাখে দিনব্যাপী নববর্ষ উৎসব-১৪২৪ উদ্‌যাপন করা হবে।

উৎসবে সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ থাকবে চিরায়ত বাঙালির আপ্যায়ন ও মিলনমেলা।

বিশিষ্ট নাট্যকার মামুনুর রশীদ সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে পহেলা বৈশাখ উদ্‌যাপন গুরুত্বপূর্ণ। নববর্ষ উৎসবের মাধ্যমে দেশের সকল সংকট দূর করার আহ্বান জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এমসি/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।