ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিতর্কে শাকিব, ‘সত্তা’য় নেতিবাচক প্রভাব?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
বিতর্কে শাকিব, ‘সত্তা’য় নেতিবাচক প্রভাব? ‘সত্তা’য় শাকিব খান ও পাওলি দাম

ছবি মুক্তির চারদিনের মাথায় বিতর্কে জরিয়ে পড়লেন নায়ক। দেশজুড়ে বইছে সমালোচনার ঝড়। প্রাসঙ্গিকভাবেই প্রশ্ন উঠছে, বিতর্কিত নায়ক শাকিব খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সত্তা’ প্রেক্ষাগৃহে দর্শক ধরে রাখতে পারছে তো?  

“একটি চক্র সক্রিয় ‘সত্তা’ এবং শাকিব খানের বিরুদ্ধে৷ ব্যক্তিগত জীবন আর চলচ্চিত্রকে আমরা যেন গুলিয়ে না ফেলি৷ অগনিত দর্শকের ভালোবাসার শক্তিতে আমরা এগিয়ে যাবো৷ প্রেক্ষাগৃহে আসুন, ‘সত্তা’ দেখুন৷ দেশ বাঁচুক, চলচ্চিত্র বাঁচুক৷”— ছবিটির নির্মাতা হাসিবুর রেজা কল্লোল এমনটাই বলেছেন তার ফেসবুক স্ট্যাটাসে।  

সোমবার (১০ এপ্রিল) অপু বিশ্বাসের কল্যাণে শাকিব খানের ‘ভিন্ন চেহারা’ এসেছে সবার সামনে।

সব মিলিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। এ অবস্থায় স্বাভাবিকভাবেই শুক্রবার (৭ এপ্রিল) মুক্তি পাওয়া শাকিবের আলোচিত ছবি ‘সত্তা’য় নেতিবাচক প্রভাব পড়তে পারে। নির্মাতাও এমন ঈঙ্গিত দিয়েছেন তার বক্তব্যে।  

মুক্তির প্রথম সপ্তাহে প্রায় অর্ধশত হল পেয়েছিলো শাকিব খান-পাওলি দাম অভিনীত ‘সত্তা’। ছবির গানগুলো এরই মধ্যে আলোচনায় এসেছে। চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, ‘শাকিব বিতর্ক’ তৈরি না হলে ‘সত্তা’ একটি সুন্দর পরিনতির দিকে যেতে পারতো। এ অবস্থায় দ্বিতীয় সপ্তাহে উল্লেখযোগ্য হল পাওয়া বেশ কষ্টসাধ্য। পুঁজির অর্থ উঠে এলেই খুশি থাকবেন প্রযোজক। সিনেপ্রেমী মানুষ মাত্রই চান, ‘সত্তা’ সব বাঁধা জয় করুক।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এসও   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।