ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মিডিয়াতে আমার একজনই বন্ধু: দীপালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
মিডিয়াতে আমার একজনই বন্ধু: দীপালি দীপালি, ছবি: রাজীন চৌধুরী

দীপালি বড়পর্দায় ক্যারিয়ার গড়তে চাইছেন। কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও ‘প্রধান নায়িকা’ হওয়া হয়নি। মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর গানের চিত্রায়ণে দীপালি যতোটা ‘বোল্ড’, অভিনয়েও কী তেমন? কথা হলো দীপালি আক্তার তানিয়ার সঙ্গে। 

দীপালির শুরুটা মঞ্চ নাটক দিয়ে। শিশু একাডেমি থেকে অভিনয়ের ওপর দুই বছরের কোর্স করেছিলেন।

শিশু একাডেমির হয়ে কিছু নাটকে অভিনয় করেছেন স্কুলের দিনগুলোতে। তারপর কিশোর থিয়েটার, পিপলস থিয়েটার, অঙ্গন ললিতকলা কেন্দ্রের সদস্য হয়ে কিছু নাটকে অভিনয় করেন।  

৪০টির মতো টেলিভিশন নাটকে অভিনয় করেছেন আলোচিত এই নায়িকা। বড়পর্দায় এখনও তেমন ব্যস্ততা শুরু হয়নি। ফ্যাশন হাউসের মডেল হওয়া, মিউজিক ভিডিওর কাজ, পরিবারকে সময় দেওয়া— এভাবেই কাটছে তার দিন।

দীপালি, ছবি: বাংলানিউজ‘ব্ল্যাকমেইল’, ‘বাজে ছেলে’, ‘আমি তোমার হতে চাই’- মুক্তিপ্রাপ্ত এই তিন ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন দীপালি। বাংলানিউজের কার্যালয়ে যেদিন এলেন, ভারত থেকে সদ্য ফিরেছিলেন তিনি। ‘ভারতে কী ছবির কাজে গিয়েছিলেন?’ প্রশ্নটি শুনে কিছুক্ষণ চুপ, তারপর দীপালি বললেন, ‘না। গিয়েছিলাম ঘুরতে। এর ফাঁকে কয়েকটি মিটিং করেছি। ছবির বিষয়ে কথা হয়েছে। আগামী মাসে বিস্তারিত জানাতে পারবো। ’

‘প্রধান নায়িকা’ হতে হবে এমনটি মাথায় রেখে ছবিগুলোতে চুক্তিবদ্ধ হননি দীপালি। তিনি কাজের প্রতি আগ্রহ, টিম, গল্প, চরিত্র প্রভৃতি দেখেই কাজ করতে পছন্দ করেন। তবে ‘অভিনয়’-এর চেয়ে ‘প্রধান নায়িকা’ হওয়াটা এখানে গুরুত্বপূর্ণ বলে মনে করেন দীপালি। বললেন, ‘প্রচুর ছবির প্রস্তাব আসে, মিটিংও করি। কিন্তু কাজ করা হয় না। মিটিং যে করি, এটা সেলফি দিয়ে প্রকাশ করতেও ভালো লাগে না। ’ 

অধিকাংশ গানের চিত্রায়ণে দীপালিকে ‘বোল্ড’ কস্টিউমে দেখা গেছে— এ প্রসঙ্গে বললেন, ‘শেষের দুটি ছবিতে (বাজে ছেলে, আমি তোমার হতে চাই) আমার বোল্ড সিন ছিলো। এমন না যে, আমি এসব করতে চাই। এসেছে, করেছি। চিন্তা-ভাবনা করে কিছু করিনি। সত্যি বলতে, শুধু গান নয়, কোনো কিছুই চিন্তা-ভাবনা করে করি না। ’

দীপালি, ছবি: বাংলানিউজএকটি ছবিতে ঠিক কোন শর্তে চুক্তিবদ্ধ হন, এ প্রসঙ্গে দীপালির মন্তব্য, ‘ভালো প্রডাকশন হাউস, বিগ বাজেট না নায়ক— এই তিনটির একটি ঠিক হলেই আমি কাজে রাজি হই। আমি মনে শেষের দুটি ছবিতে অভিনয় করা ঠিকই আছে। দুটি ছবিতে নায়ক হিসেবে পেয়েছি বাপ্পীকে। প্রথমটিতে ক্যারেক্টার আর্টিস্ট ছিলাম। ’ 

এখন যৌথ প্রযোজনার ছবি একটা ফ্যাক্ট। প্রসঙ্গ ধরে বললেন, ‘দুই বাংলার ছবিই যে খুব ভালো চলছে এমন না। বেশ কিছু মিটিংয়ে আমি দেখেছি, সবাই যৌথ প্রযোজনায় ছবি করতে চাইছেন। এটা হতে পারে, দুই বাংলার বাজার থেকে খরচের টাকাটা তুলে আনার চেষ্টা। এটা খারাপ না। এরপরও যদি সিনেমায় সুদিন ফেরে!’

দীপালি, ছবি: বাংলানিউজএবার আসা যাক ব্যক্তিগত প্রসঙ্গে। জনপ্রিয় গায়ক কিশোরের সঙ্গে দীপালির প্রেমের সম্পর্ক, এমন খবর এসেছে গণমাধ্যমে। ফেসবুকেও দু’জনের একসঙ্গে হ্যাং আউটের ছবি দেখা যায়, বিষয়টা কী? এমন প্রশ্নে মৃদু হাসলেন দীপালি। বললেন, ‘মিডিয়াতে আমার একজনই বন্ধু, কিশোর।  আমার আর কোনো বন্ধু বা সার্কেল নেই। আমি কোথাও খেতে বা ঘুরতে যাবো, কিশোর ছাড়া কেউ নেই আমাকে সঙ্গ দেবে। এটা তো একদিন দু’দিনের বিষয় নয়, আমরা দীর্ঘদিনের বন্ধু। ’

যোগ করে দীপালি বললেন, ‘ব্যক্তিগত জীবন, মিডিয়ার বিষয়গুলো, পারিবারিক ব্যাপার এসবই আমি কিশোরের সঙ্গে শেয়ার করি। আর আমাদের মধ্যে বন্ধুত্বের বাইরে কোনো সম্পর্ক হওয়ার সুযোগ নেই। আমরা চাইও না সেটা। ’

* ‘বাজে ছেলে’ ছবির গানে দীপালি ও বাপ্পি: 

* ‘আমি তোমার হতে চাই’ ছবির গান: 

* কিশোরের গাওয়া গানে মডেল দীপালি: 

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।