ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আজানের ধ্বনি খুব ভালো লাগে: পূজা ভাট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
আজানের ধ্বনি খুব ভালো লাগে: পূজা ভাট পূজা ভাট

ঢাকা: প্রতিদিন ‍ভোরে আজানের ধ্বনিতে ঘুম ভাঙে এবং এটি খুব ভালো লাগে বলে জানালেন ভারতের খ্যাতনামা অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক পূজা ভাট।

মাইকে আজান দেওয়া নিয়ে ভারতীয় গায়ক সনু নিগমের বিতর্কিত মন্তব্যের পর এ অনুভূতির কথা জানান মহেশ ভাট কন্যা।

সোমবার (১৭ এপ্রিল) সকালে সনু নিগম টুইটারে লেখেন, প্রতিদিন ভোরে আজানের ‘কর্কশ’ শব্দের কারণে ঘুম ভেঙে যায় তার।

এজন্য তিনি বিরক্ত হন।

তার এ বক্তব্যের জবাবে টুইটার বার্তায় পূজা বলেন, ‘বান্দ্রার নীরব গলিতে প্রতি সকালে চার্চের ঘণ্টা ধ্বনি এবং আজানের শব্দে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর ভারতীয় চেতনাকে সালাম জানাই এবং তার স্মরণে আগরবাতি জ্বালাই। ’

বাংলাদেশ সময়: ০৬০৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।