ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

একদিনে ৩ ছবির মুক্তি

কলকাতার শিল্পীদের ছড়াছড়ি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, মে ৪, ২০১৭
কলকাতার শিল্পীদের ছড়াছড়ি ‘ওয়ান’, ‘পরবাসিনী’ ও ‘তুমি রবে নীরবে’ ছবির শিল্পীরা

যৌথ প্রযোজনা ছাড়াও এ দেশের চলচ্চিত্রে ভারতীয় অভিনয়শিল্পীদের উপস্থিতি বাড়ছে। ৫ মে মুক্তি প্রতীক্ষিত তিনটি ছবিতেই থাকছেন একঝাঁক ভিনদেশি শিল্পী। এর মধ্যে একটি ভারতীয় ছবি হলেও অন্য দুটি তৈরি হয়েছে দেশীয় প্রযোজনায়।

শুক্রবার (৫ মে) বাংলাদেশি দুই ছবির সঙ্গে মুক্তির মিছিলে সামিল হয়েছে ভারতীয় ছবি ‘ওয়ান’। সঙ্গত কারণেই এতে অভিনয় করেছেন ওপারের শিল্পীরা।

এ ছাড়া দেশীয় প্রযোজনার অন্য দুই ছবি ‘পরবাসিনী’ ও ‘তুমি রবে নীরবে’-এর অধিকাংশ শিল্পীই সে দেশের।  

স্বপন আহমেদের পরিচালনায় ‘পরবাসিনী’ মুক্তি পাচ্ছে ১৪টি প্রেক্ষাগৃহে। ছবিতে বাংলাদেশের ১৭জনের বেশি শিল্পীকে অভিনয় করতে দেখা যাবে। তাদের মধ্যে রয়েছেন ইমন, অপ্সরা আলী, চাষী আলম, শামীম বৃষ্টি, শামীম, কাজী উজ্জল, সোহেল খান, জিন্না, রাজ প্রমুখ। ছবিতে কয়েকজন ভারতীয় শিল্পীর উপস্থিতিও লক্ষণীয়। তারা হলেন রীথ মজুমদার, সব্যসাচী চক্রবর্তী, উর্বশী রাউতেলা, জুন মালিয়া প্রমুখ।

অন্যদিকে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও মাহবুবা ইসলাম সুমী পরিচালিত ‘তুমি রবে নিবরে’ ছবিতেও দেশি শিল্পীদের পাশাপাশি অভিনয় করছেন কলকাতার শিল্পীরা। দেশি মডেল-টিভি অভিনেতী তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, অমৃতার পাশাপাশি এতে আছেন কলকাতার টিভি নাটকের পরিচিত মুখ বাসরসহ একাধিক শিল্পী।

এদিকে সাফটা চুক্তির আওতায় আসা ‘ওয়ান’-এর সব শিল্পীই ভারতীয়। এর বিপরীতে ওপারে গেছে নাম সর্বস্ব ছবি ‘যদি তুমি জানতে’। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ও বিরশা দাশগুপ্তর পরিচালনায় ‘ওয়ান’-এ অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত,  নুসরাত জাহান, অভিষেক বসু, রাজীব বসু, সুপ্রিয় দত্ত, রজত গঙ্গোপাধ্যায় প্রমুখ।

চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন কলকাতার বাঘা বাঘা শিল্পীদের নিয়ে তৈরি ‘ওয়ান’ ছবির সঙ্গে পাল্লা দিয়ে দর্শক টানতে ব্যর্থ হবে ‘পরবাসিনী’ ও ‘তুমি রবে নীরবে’। এরই পূর্বাভাস পাওয়া গেলো প্রেক্ষাগৃহের তালিকা দেখে। ‘ওয়ান’ দখল করে নিয়েছে ৮০টিরও বেশি হল।   

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসও/পিএএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।