ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মধ্যরাতে এফডিসিতে তোপের মুখে শাকিব খান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মে ৫, ২০১৭
মধ্যরাতে এফডিসিতে তোপের মুখে শাকিব খান চিত্রনায়ক শাকিব খান

ঢাকা: দিনভর শান্তিপূর্ণ ভোটের পর মধ্যরাতে (৬ মে) এফডিসিতে দেখা দিয়েছে বিশ‍ৃঙ্খলা। ভোট প্রভাবিত করার আশঙ্কায় তোপের মুখে মধ্যরাতে চিত্রনায়ক শাকিব খানকে এফডিসি ছাড়তে বাধ্য করা হলো। 

৫ মে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গণনা শেষ হওয়ার আগেই এ ঘটন‍া ঘটলো। রাত অানুমানিক ২টার দিকে এফডিসির ভোটকেন্দ্রের সামনে এমনটি ঘটে।

 এফডিসিতে দেখা দিয়েছে বিশ‍ৃঙ্খলা
 
খোঁজ নিয়ে জানা গেছে, চিত্রনায়ক শাকিব খান বেশ আগে থেকেই ভোটকেন্দ্রে অবস্থান করছিলেন। তার পছন্দের প্যানেল ওমর সানী-অমিত হাসানের মধ্যে ভোটের দিক দিয়ে সভাপতি পদপ্রার্থী ওমর সানী এগিয়ে আছেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী অমিত হাসান অন্য প্যানেলের একই পদপ্রার্থী জায়েদ খানের থেকে পিছিয়ে। শাকিব বিরোধীদের আশঙ্কা ছিলো, শাকিব ভেতরে ফল প্রভাবিত করতে পারেন। এ কারণে বাইরে থেকে শাকিব খানের নামে হুমকি-ধামকি দেওয়া হয়। এতে সরাসরি জায়েদ জড়িত না থাকলেও তার লোকজন এমনটি করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
 
ভোট প্রভাবিত হতে পারে- এ আশঙ্কায় কয়েকজন শাকিব খানকে একপর্যায়ে তাড়াও করে। সভাপতি প্রার্থী মিশা সওদাগর  এ সময় শাকিবকে সুরক্ষা দিয়ে গাড়িতে তুলে দেন। ওই মুহর্তে শাকিবের গাড়িতেও হামলা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসও/এমআইএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।