ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এটি একটি দরকারি জয়: মিশা সওদাগর

সোমেশ্বর অলি, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, মে ৬, ২০১৭
এটি একটি দরকারি জয়: মিশা সওদাগর মিশা সওদাগর, ছবি: সংগৃহীত

সিনেমায় কী ঘটে? নায়কের কাছে শেষপর্যন্ত পরাস্ত হয় খলনায়ক, শেষ হাসি হাসে নায়ক। কিন্তু বাস্তবে ঘটলো উল্টো। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। তার কাছে হেরেছেন এক সময়ের আলোচিত চিত্রনায়ক ওমর সানী ও আরেক খলনায়ক ড্যানি সিডাক।  

৫ মে অনুষ্ঠিত নির্বাচনের ফল পেতে অপেক্ষা করতে হয়েছে পরদিন সকাল পর্যন্ত। অবশেষে নতুন নেতৃত্ব পেলেন চলচ্চিত্র শিল্পীরা।

প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন নবনির্বাচিতরা এমনটাই প্রত্যাশা সবার।  

শনিবার (৬ মে) বিকেলে বাংলানিজের সঙ্গে আলাপে মিশা সওদাগর বলেন, ‘যে কোনো জয় পেলেই ভালো লাগে। এটি একটি অন্যরকম জয়, এ কারণে যে এটি আমার একার নয়। আমরা নীতিগতভাবে একসঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেছিলাম, এই জয় তাদের সঙ্গে ভাগাভাগি করছি। বিভিন্নভাবে বিশ্লেষণ করলে, আমি মনে করি, এটি একটি দরকারি জয়। ’

নতুন নেতৃত্ব কিভাবে এগিয়ে নিতে চান— এমন প্রশ্নের জবাবে এই তারকা বলেন, ‘আমার ইচ্ছে আছে একটি উপদেষ্টা কমিটি করবো। যারা আমাদেরকে সঠিক ও ভালো কাজের পরামর্শ দেবেন। আমার তাদের অনুশাসনে চলবো। আমি মনে করি, আমার একক সিদ্ধান্তে একটি সংগঠন চলতে পারে না। তাই আমি আমার প্যানেলে নবীন-প্রবীনদের সম্মিলন ঘটিয়েছিলাম। এতে আমি ভালো ফলও পেয়েছি। ’

সাধারণ সম্পাদক ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করা মিশা সওদাগর আরও বলেন, ‘একইভাবে শাকিব খানকেও আমি সমিতির নেতৃত্বে এনেছিলাম। ’

মিশা জানান, চলচ্চিত্রের সব ধরনের সংগঠনগুলোর নেতৃবৃন্দের সঙ্গে অচিরেই সভায়  মিলিত হবেন তিনি। পৃথক সংগঠন হলেও সবাই এক পরিবার বলেই মন্তব্য করেন তিনি। সবার পরামর্শ নিয়ে ‘আমরা নীতিগতভাবে এক’ স্লোগানটির বাস্তবরূপ দেবেন পর্দার এই মন্দ মানুষ।  

আরও পড়ুন>
সভাপতি মিশা, সম্পাদক জায়েদ

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।