ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাংলা টিভি

শুক্রবার থেকে পূর্ণাঙ্গ প্রচার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, মে ১৮, ২০১৭
শুক্রবার থেকে পূর্ণাঙ্গ প্রচার বাংলা টিভির লগো

আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ সম্প্রচারের পথে আরেকটি বেসরকাটির স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। এর নাম বাংলা টিভি। শুক্রবার (১৯ মে) বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে চ্যানেলটি।

প্রধান বার্তা সম্পাদক দীপ আজাদ জানান, ‘বিশ্বজুড়ে বাংলা’ ট্যাগ নিয়ে যাত্রা শুরু করছে বাংলা চ্যানেল। এ উপলক্ষে শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জাতীয় সংসদের মাননীয় স্পীকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকেল ৪টায় আনুষ্ঠানিক সম্প্রচার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও গণমাধ্যম ব্যক্তিত্ব আবদুল গাফফার চৌধুরী।

বাংলা টিভির উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে সংগীতায়োজন। এতে সংগীত পরিবেশন করবেন বিভিন্ন শিল্পীরা। তাদের মধ্যে মূল আকর্ষণ কুমার বিশ্বজিৎ ও কনা।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ম ১৮, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।