ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সংগীত জগতে বাউন্ডুলে’র আবির্ভাব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মে ২০, ২০১৭
সংগীত জগতে বাউন্ডুলে’র আবির্ভাব সংগীত জগতে আগমন ঘটলো ব্যান্ড বাউন্ডুলে’র

ঢাকা: সংগীতের জগতে নতুন করে আবির্ভাব ঘটলো তরুণ প্রজন্মের কয়েকজন মেধাবী মিউজিশিয়ানদের সমন্বয়ে গঠিত ব্যান্ডদল ‘বাউন্ডুলে’র।

সম্প্রতি এই ব্যান্ড দল বিভিন্ন অনলাইন প্রচার মাধ্যমে লোগো উন্মোচিত করার মধ্য দিয়ে তাদের জানান দেয়।  ফোক রক ব্যান্ড ‘বাউন্ডুলে’ মৌলিক এবং ফিউশন দুই ধরনের গান করার কথা জানিয়েছে।

ঘটা করে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাদের বিশদ আকারে পথচলা শুরু হবে এমনটাই জানিয়েছেন ব্যান্ড এর ভোকাল এবং ব্যান্ড লিডার সংগীত শিল্পী প্রিন্স মামুন।

প্রিন্স মামুন বলেন, যুগোপযোগী ফোক ধাচের মৌলিক এবং ফিউশনধর্মী গান করার চিন্তা করেছি আমরা। আমরা আমাদের একটি সলো অ্যালবামের মধ্য দিয়ে যাত্রা শুরু করবো। সকল সংগীত পিপাসুদের কাছে দোয়া চাইছি।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, মে ২০, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।