‘বাংলাদেশে রক সংগীত, সংকট ও সম্ভাবনা’ শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নেবেন একঝাঁক ব্যান্ডশিল্পী ও বাদক। এতে মূল প্রবন্ধ পাঠ করবেন ফিডব্যাকের গিটার বাদক লাবু রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারাবী জানান, অনুষ্ঠানটি ঘিরে তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। ব্যান্ড সংগীতের ইতিহাসে এই অনুষ্ঠান কিছু প্রাপ্তি যোগ করবে।
এতে আরও উপস্থিত থাকবেন পাওয়ারসার্জের জামশেদ, নাহিয়ান, পারভেজ, আরবোভাইরাসের সুহার্ত, সহজিয়া ব্যান্ডের রাজু, নির্ঝরের জয় শাহরিয়ার, পরাহ ব্যান্ডের এ কে রাহুল, সিভিয়ার ডিমেনশিয়া থেকে রিয়াসাত, ওয়ারসাইট থেকে রায়হান, তরুণ মুন্সী, রকযাত্রা বইয়ের লেখক মিলু আমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মে ২২, ২০১৭
এসও