অনুসন্ধানে জানা যায়, রমিজ উদ্দিন প্রতারণার আশ্রয় নিয়েছিলেন— উচ্চ আদালতের কাছে বিষয়টি প্রমাণিত হওয়ায় নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় ২০ মে রমিজ উদ্দিনের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানায়।
এ ঘটনায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর বাংলানিউজকে বলেন, ‘আদালত থেকে আমাদের বলা হয়েছে শিল্পী সমিতির ওপর থেকে নিষেধাজ্ঞা খারিজ হয়ে গেছে। প্রতারণার আশ্রয় নেওয়ার বিষয়টি দুঃখজনক। ’
চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে ভোট গণনায় গরমিল, ভোটের দিন এফডিসিতে বহিরাগত ব্যক্তিদের উপস্থিতি, এরপর আপিল বোর্ডের সদস্যদের ওমর সানীর লিখিত অভিযোগ করার পরও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় বাদী হয়ে ১১ মে রমিজ উদ্দিন আদালতে অভিযোগ করেছিলেন।
রমিজ উদ্দিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরে যে নিষেধাজ্ঞা হয়েছিলো, ১৫ মে বিবাদীপক্ষের মনতাজুর রহমান আকবর, সুব্রত ও জ্যাকি আলমগীর তা বাতিলের আবেদন জানালেও আদালত শুনানি শেষে বাদীপক্ষের রায় বহাল রাখেন। তবে এখন বাংলাদেশ শিল্পী সমিতির ওপর আর কোনো নিষেধাজ্ঞা রইলো না।
তথ্য সংগ্রহ:সবুজ পারভেজ
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসও